৫ ওভারে ৫ উইকেট নিয়ে 'অবাক' রোচ
ইনিংসের তখন ১০ ওভারও পেরোয়নি। এর মাঝেই কেমার রোচের পাশে লেখা হয়ে গেছে ৫ উইকেট! অ্যান্টিগায় রোচের বিধ্বংসী বোলিংয়েই প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। দিনশেষে রোচ বলছেন, টেস্টের প্রথম দিনেই মাত্র ৫ ওভার বল করে ৫ উইকেট নেওয়ায় একটু অবাকই হয়েছেন তিনি।
বাংলাদেশের ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ১৮.৪ ওভার। এর মাঝে রোচ করেছেন ৫ ওভার, সেটাও আবারও শুরুতে বোলিংয়ে এসেই। এরপর দ্বিতীয় স্পেন করার সুযোগটাও আর পাননি। এত দ্রুত ফিরবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, সেটা ভাবেননি রোচ, ‘অবশ্যই ভালো লেগেছে ৫ উইকেট পেয়ে। আসলে একটু বেশিই তাড়াতাড়ি এসেছে উইকেটগুলো! আমার বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ভালো অবস্থায় আছে, এতেই আমি খুশি। যেভাবে বল করতে চেয়েছি সেভাবেই হয়েছে। বোলিং কোচ কোরি কোলিমরের সাথে অনেক কাজ করেছি, তাঁকেও ধন্যবাদ জানাতে চাই।’
গত ৪৪ বছরের ভেতরে টেস্টে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড এখন সাকিব-তামিমদের। রোচ জানালেন, ব্যাটসম্যানদের যেন বল ছাড়তে না পারে সেই লক্ষ্যেই বল করেছেন, ‘আমি এলবিডব্লিউ, ক্যাচ ও বোল্ড; তিন আউটেরই চেষ্টায় ছিলান। ব্যাটসম্যানকে যত বেশি খেলানো যায় ততোই উইকেট পাওয়ার সম্ভাবনা বাড়ে। আর একটা সময়ে ব্যাটসম্যান ভুল করবেই, সেটার অপেক্ষাতেই ছিলাম। এই পিচে আমি আগে খুব একটা খেলিনি। জোসেপ বলেছিল, এখানে সাধারণত ব্যাটসম্যানরাই বেশি সুবিধা পায়। তবে ঠিক জায়গায় বল করলে অবশ্যই উইকেট আসবে, প্রথম ইনিংসে যেমন পেয়েছি। পরের ইনিংসেও এই চেষ্টাই থাকবে।’
প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা টিকেছেন ১৯ ওভারেরও কম। দ্বিতীয় ইনিংসে কি রোচের গতিতে সেই ঘটনারই পুনরাবৃত্তি হবে?