হ্যাজার্ডের সঙ্গে বন্ধুত্বটা একপাশে সরিয়ে রাখবেন উইলিয়ান
স্ট্যামফোর্ড ব্রিজে একসঙ্গে আছেন পাঁচ বছর ধরেই। চেলসির দুই সতীর্থ এডেন হ্যাজার্ড ও উইলিয়ানের পথ অবশ্য দুই দিকে বেঁকে যাচ্ছে বিশ্বকাপে। শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-বেলজিয়াম, মুখোমুখি তাই উইলিয়ান-হ্যাজার্ডও।
শুধু সতীর্থ নন, দুইজন ভাল বন্ধুও। তবে বিশ্বকাপ ম্যাচে এ বন্ধুত্বটা একপাশে সরিয়ে রাখবেন বলেই জানিয়েছেন ব্রাজিল উইঙ্গার উইলিয়ান। শেষ ষোলতে মেক্সিকোর বিপক্ষে দারুণ খেলা উইলিয়ান ব্রাজিলের শুরুর একাদশে থাকবেন বলেই নিশ্চিত মোটামুটি। আর হ্যাজার্ড তো বেলজিয়ামের অধিনায়কই।
শুক্রবার ম্যাচে আগে হ্যাজার্ডকে নিয়ে উইলিয়ান বলেছেন, “সে খুবই নম্র একজন ফুটবলার। তার সঙ্গে ক্লাবে দিনগুলো কাটাতে ভালই লাগে আমার।”
“তবে এখন আমাদের নিজেদের দিকটা সামলানোর সময়। আশা করি, আমি সেরাটাই দিতে পারবো। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, তবে আমি এখন অন্য দলে, এবং জেতার জন্য সবরকম চেষ্টাই করবো।”
“আমি জানি, এরপরও আমরা বন্ধুই থাকবো।”
অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। তবে প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্রয়ে হোঁচট খেয়েছিল একটু। সেটা কাটিয়ে তিতের দল এখন শেষ আটে, টুর্নামেন্টের আগে যাদের ফেভারিট ভাবা হচ্ছিল, তাদেরও বেশ কয়েকটি বিদায় নিয়েছে আগেই।
“প্রথম ম্যাচের পর থেকে আমাদের দলটা বেশ এগিয়েছে। প্রথম ম্যাচের আগে বেশ স্নায়ুচাপ ছিল, সুইজারল্যান্ডের সঙ্গে শুরুটাও সহজ হয়নি। তবে আমরা ধাপে ধাপে এগিয়েছি”, বলেছেন উইলিয়ান।