• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বিশ্বকাপ সাফল্যের পরও বদলে যাচ্ছে জাপানের কোচ

    বিশ্বকাপ সাফল্যের পরও বদলে যাচ্ছে জাপানের কোচ    

    এপ্রিলে হুট করেই জাপানের কোচের পদ থেকে ছাঁটাই করা হয়েছিল হালিল হালহাদজিচকে। এরপরই টেকনিক্যাল ডিরেক্টর পদে থাকা আকিরা নিশিনোকে নতুন কোচের দায়িত্ব দেয় জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। চুক্তির মেয়াদ ছিল বিশ্বকাপ পর্যন্তই। বিশ্বকাপে জাপানের সাফল্যের পরও নিশিনো মেয়াদ বাড়াচ্ছেন না। সরে দাঁড়াচ্ছেন পদ থেকে। 

    "আমি দায়িত্ব নেওয়ার সময়ই জানতাম এটার মেয়াদ বিশ্বকাপ পর্যন্ত। এই মাসেই আমার মেয়াদ ফুরোচ্ছে।" 

    বিশ্বকাপে মাঠের সাফল্য তো আছেই জাপান দল প্রশংসিত হয়েছে সমর্থকদের গ্যালারি পরিস্কার করার অভ্যাসের জন্যও। খেলা দেখতে আসা জাপানি সমর্থকদের গ্যালারি পরিস্কার করার রীতিটা পুরনো। জাপানি সমর্থকদের এই অভ্যাস বরাবরই প্রসংসা কুড়িয়েছে। বিশ্বকাপে বেলজিয়ামের কাছে শেষ মুহুর্তে গোল হজম করে শেষ ষোল থেকে বিদায় নিয়েছে জাপান। ওই হারের পর রাশিয়া ছেড়ে গেছে জাপান, কিন্তু যাওয়ার আগে নিজেদের ড্রেসিংরুম পরিস্কার করে একটা চিরকুট  রেখে গিয়েছিল তারা। পরে সংবাদবাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছিল ড্রেসিং রুমটা পরিস্কার করে গিয়েছিল জাপানি খেলোয়াড়েরাই।

    কিন্তু জাপান ফিরে অধিনায়ক মাকতো হাসেবে এই সেই কৃতিত্বটা নিতে চাননি, জানিয়েছেন খেলোয়াড়েরা নয়, স্টাফরাই ড্রেসিংরুম পরিস্কার করে এসেছিলেন। "দলের স্টাফরা ড্রেসিংরুম পরিস্কার করে এসেছিল। প্রতিটি ম্যাচের শেষে স্টেডিয়াম ছাড়ার আগে তারা এই কাজ করে এসেছেন।"  

     

     

    জাপানের সাফল্যে আবারও ফুটবল নিয়ে আগ্রহ বেড়েছে দেশে, মাকোতোর কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া, "আমাদের ওপর কারও প্রত্যাশা ছিল না। আমরা নিজেদের ভেতর কথা বলেই প্রতিটি ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে নিয়ে যেতে চেয়েছিলাম। আমার মনে হয় দেশে আবার ফুটবল নিয়ে আগ্রহ বেড়েছে, তাই আমার মনে হয় আমরা ভালোই করেছি।"     

    জাপানের হয়ে ১১৪ ম্যাচ খেলেছেন হাসেবে। শেষ ম্যাচ হয়ে গেছে বেলজিয়ামের বিপক্ষে ওই হারটাই। ৩৪ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।