বাংলাদেশকে 'হাতছানি' দিচ্ছে আরেকটি ইনিংস পরাজয়
প্রথম টেস্ট, দ্বিতীয় দিনশেষে
বাংলাদেশ ১ম ইনিংস ৪৩ অল-আউট (লিটন ২৫, রোচ ৫/৮, কামিন্স ৩/১১) ও ২য় ইনিংস ৬২/৬* (মাহমুদউল্লাহ ১৫*, নুরুল ৭*, গ্যাব্রিয়েল ৪/৩৬)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ৪০৬ (ব্র্যাথওয়েট ১২১, মেহেদি ৩/১০১)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩০১ রানে পিছিয়ে
প্রথম ইনিংসে ৪৩ রানে অল-আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মূল হন্তারক কেমার রোচ তার হ্যামস্ট্রিং চোট নিয়ে ফিল্ডিংয়েই নামেননি, তবে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন এই পেসার, ৬ উইকেটে ৬২ রান নিয়ে দিনশেষ করেছে বাংলাদেশ। ৪ উইকেট বাকি রেখে বাংলাদেশ পিছিয়ে ৩২১ রানে, আরেকটি ইনিংস পরাজয় রীতিমতো হাতছানি দিয়ে ডাকছে যেন!
গ্যাব্রিয়েলের ফুললেংথে খোঁচা মেরে গালিতে ধরা খেয়েছেন তামিম, তার আগে চার মেরে প্রথম বাংলাদেশী হিসেবে চার হাজার রান পূর্ণ করার উদযাপনটাও বেশিক্ষণ করতে পারেননি ক্রিজ থেকে। এক বল পরই মুমিনুলের রক্ষণ চিড়ে ঢুকেছেন গ্যাব্রিয়েল, মুশফিককে গুডলেংথ থেকে অ্যাঙ্গেলেই বাধ্য করেছেন আত্মসমর্পণ করতে। দৃশ্যপটে হাজির হয়েছেন হোল্ডারও, লিটনের ধৈর্য্যের বাঁধ ভেঙেছে তার আউটসুইংয়ে।
সাকিব ডিফেন্ড করতে গিয়েই স্লিপে হোল্ডারের দারুণ ক্যাচের শিকার হয়েছেন গ্যাব্রিয়েলের বলে। এরপর ব্যাটিং অর্ডারে উন্নতি হওয়া মেহেদিও ভোগ করেছেন হোল্ডারের সুইংয়ের বিষাক্ত স্বাদ।
এর আগে ৩৬৩ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন ২ উইকেটে ২০১ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ, এদিন ৬৯.৩ ওভারে তুলেছে ২০৫ রান, ৮ উইকেটে। আউট হওয়ার আগে বেশ ভুগিয়েছিলেন নাইটওয়াচম্যান বিশু, অবশ্য ১৪ রানেই আউট হতে পারতেন তিনি। রুবেলের বলে এলবিডব্লিউর আবেদন নাকচ করে দিয়েছিলেন রিচার্ড ইলিংওর্থ, রিভিউ নিলে সফলই হতেন সাকিব। আগের দিন শেষ মুহুর্তে নেওয়া একটা রিভিউ কাজে আসেনি, আর আজ যেটা আসতে পারতো, সেটা নেননি তিনি। এর আগেই কামরুলকে চার মেরে এ বছরে নিজের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেছেন ব্র্যাথওয়েট।
তাকে চাপে রাখার বেশ চেষ্টা করেছে বাংলাদেশ, লেগ-গালিতে আরেকটু হলেই ফাঁদেও পড়ে গিয়েছিলেন। ১১০ রানে আবু জায়েদকে ফ্লিক করতে গিয়ে লেগ-গালিতে ক্যাচ দিয়েছিলেন, ডানদিকে ঝাঁপিয়েও সেটা মুঠোবন্দি করতে পারেননি লিটন। কাল দিনের শেষে দারুণ একটা ক্যাচ নিয়েছিলেন, আজ পারেননি আর।
অবশ্য দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং এলোমেলো করে দিয়েছে বাংলাদেশের স্পিন। লাঞ্চের পর প্রথম আঘাত করেছিলেন সাকিবই, ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি করা ক্রেইগ ব্র্যাথওয়েট ক্যাচ দিয়েছেন তার বলেই, মেহেদির হাতে এক্সট্রা কাভারে।
রসটন চেজ ও কেমার রোচ মেহেদির বলে হয়েছেন এলবিডব্লিউ, আর হোল্ডার ক্যাচ দিয়েছেন শর্ট লেগে। হোল্ডার-রোচ অবশ্য বেশ ভুগিয়েছেন বাংলাদেশকে, দুইজনই করেছেন ৩৩ করে রান। দুইজনই সঙ্গ দিয়েছেন শেই হোপকে, শেষ পর্যন্ত ফিফটি থেকে ২ রান দূরে তিনি ক্যাচ দিয়েছেন আবু জায়েদের বলে। জায়েদকেই তুলে মারতে গিয়ে উল্টোদিকে ক্যাচ দিয়ে ফিরেছেন শ্যানন গ্যাব্রিয়েল। আর শেন ডওরিচের ক্যাচটা এর আগেই শর্ট লেগে দারুণভাবে নিয়েছেন লিটন, সাকিবের বলে।