ফিফার কাছে ক্ষমা চাইলেন ম্যারাডোনা
ছবি-গোল ডটকম
ফিফার বিশেষ দূত হিসেবে ভিআইপি দর্শক হয়েই রাশিয়া বিশ্বকাপের খেলা দেখছেন তিনি। তবে গ্যালারিতে বসে ডিয়েগো ম্যারাডোনা জন্ম দিচ্ছেন শুধুই বিতর্কের। ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচ নিয়ে বিতর্কিত মন্তব্য করে এরই মাঝে ফিফার ‘তীব্র ভর্ৎসনা’ শুনেছেন। নিজের সেই মন্তব্যের জন্য এবার ক্ষমা চাইলেন আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ভেনিজুয়েলান ব্রডকাস্টার টেলেসারকে ম্যারাডোনা বলেছিলেন, ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচের ফলটা ‘বিশাল এক ডাকাতি’। ফিফা এই মন্তব্যের প্রতিবাদ করে ম্যারাডোনা ভর্ৎসনা জানিয়ে বলেছিল, তাঁর থেকে এরকম মন্তব্য আশা করেনি তারা।
ম্যারাডোনা এখন নিজেই বলছেন, বিশ্বকাপের ম্যাচ নিয়ে তাঁর ওরকম মন্তব্য করা উচিত হয়নি, ‘আমি কলম্বিয়ার ভক্ত। ওই ম্যাচের পর অতি আবেগে ওসব কথা বলে ফেলেছিলাম। আমি নিজের ভুল মানছি, ওই কথাগুলো বলা একদম উচিত হয়নি। আমি ফিফা ও এর প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাচ্ছি। যদিও রেফারির সিদ্ধান্ত নিয়ে আম্র ভিন্নমত আছে, তাও আমি রেফারিদের সমান করি। এই কাজটা মোটেও সহজ না।’
নিজের ভুল স্বীকার করা ম্যারাডোনা আবারও কোনো বেফাঁস মন্তব্য করেন কিনা, সেটা সময়ই বলে দেবে।