• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    এই ব্রাজিলের কোনো দুর্বলতা নেই: লুকাকু

    এই ব্রাজিলের কোনো দুর্বলতা নেই: লুকাকু    

     

    ছবি-মার্কা

    প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট খুইয়েছিল ব্রাজিল। এর পরের ৩ ম্যাচে দারুণ খেলা উপহার দিয়েছে তিতের দল। আজ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে সেলেসাওরা। বেলজিয়াম ফরোয়ার্ড রোমেলূ লুকাকু বলছেন, এই ব্রাজিলের কোনো দুর্বলতাই দেখতে পাচ্ছেন না তিনি।

    রক্ষণ, মিডফিল্ড, আক্রমণ; তিন বিভাগেই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে ব্রাজিল। লুকাকু মনে করেন, এই ব্রাজিলকে হারাতে ভালো বেগ পেতে হবে বেলজিয়ামকে, ‘আমি তো ব্রাজিলের কোনও দুর্বলতা দেখছি না। তাদের রক্ষণভাগ দুর্দান্ত পারফর্ম করেছে সব ম্যাচেই। মাঝমাঠে তারা খুবই গোছালো। আক্রমণভাগ তো এক কথায় অসাধারণ। আমাদের দলও ভালো খেলছে। দারুণ একটা ম্যাচ হবে।’

     

     

    ব্রাজিলের অন্যতম ভরসার জায়গায় থাকছেন নেইমার। তাঁর ওপর সওয়ার হয়েই কোয়ার্টারে উঠেছে ব্রাজিল। তবে নেইমার নাকি মাঠে ‘অভিনয়’ করেন, বিশ্বকাপের শুরু থেকেই সংবাদমাধ্যমের পাশাপাশি প্রতিপক্ষের কোচেরও অভিযোগ এটাই।

    তবে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদোর মতো লুকাকু মুনে করেন, নেইমার ‘অভিনেতা’ নন, বিশ্বসেরা হওয়ার সব গুণই আছে তার, ‘নেইমার মোটেও অভিনেতা নন। দুর্দান্ত একজন ফুটবলার সে। এজন্যই ডিফেন্ডাররা তাকে একটু বেশি ট্যাকেল করে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সে বিশ্বসেরা হবে একটা সময়ে।’

    রাতে কোয়ার্টার ফাইনালে লড়বে ব্রাজিল-বেলজিয়াম।