বিশ্বকাপ শেষ হয়ে গেছে দানিলোর
উরুর চোট কাটিয়ে মাত্রই ফিরেছিলেন অনুশীলনে। কিন্তু দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না দানিলোর। এবার অ্যাঙ্কলে চোট পেয়ে মাঠ থেকে ছিটকে গেলেন বেশ কিছুদিনের জন্য। বিশ্বকাপটাও শেষ হয়ে গেছে ব্রাজিলের এই রাইটব্যাকের।
সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচে একাদশেই ছিলেন দানিলো। কিন্তু চোটের জন্য পরের তিন ম্যাচে নামতে পারেননি। আজ বেলজিয়ামের সঙ্গে কোয়ার্টার ফাইনালের আগে অনুশীলনে ফিরেছিলেন আবার। কিন্তু নতুন করে চোট পেয়েছেন অ্যাঙ্কলে, সেটা তাঁকে ছিটকে দিচ্ছে বিশ্বকাপ থেকে।ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো নিশ্চিত করেছেন, লিগামেন্টে বেশ চোট পেয়েছেন ম্যান সিটির এই রাইটব্যাক। দানিলোর জায়গায় গত তিন ম্যাচে খেলেছিলেন ফ্যাগনার। আজও তাঁরই নামার কথা। দলের একমাত্র স্বীকৃত রাইটব্যাক এখন ফ্যাগনারই। যদিও ব্রাজিল কোচ তিতে বলছেন, দরকার হলে মার্কিনিয়োসও রাইট ব্যাক হিসেবে খেলতে পারেন।
অবশ্য দানিলো ছাড়া বাকিদের সবাইকেই পাচ্ছেন তিতে। চোট কাটিয়ে আজ একাদশে ফেরার কথা মার্সেলোর, সেরে উঠেছেন ডগলাস কস্তাও।