• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    'ব্রাজিলকে নিয়ে ভয় লুকানোর চেষ্টা করছে বেলজিয়াম'

    'ব্রাজিলকে নিয়ে ভয় লুকানোর চেষ্টা করছে বেলজিয়াম'    

    কথার লড়াইটা শুরু হয়েছে ফিক্সচার চূড়ান্ত হওয়ার পর থেকেই। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-বেলজিয়াম ম্যাচকে ঘিরে উত্তেজনার ছোঁয়া লেগেছে দুই দলের ফুটবলারদের গায়েও। বেলজিয়ামের ভিনসেন্ট কোম্পানি বলেছিলেন, ব্রাজিলের আক্রমণভাগ নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছেন না। তাঁর কথার জবাবে ব্রাজিলের মিরান্ডা বলছেন, ব্রাজিলকে নিয়ে তাদের ভয় লুকানোর জন্যই নাকি এমনটা বলেছেন কোম্পানি!

    কোম্পানি বলেছিলেন, ব্রাজিলের আক্রমণ নিয়ে ভেবে নির্ঘুম রাত কাটাচ্ছেন না তারা। মিরান্ডার মতে, এটা নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্যই বলছেন তিনি, ‘ম্যাচের আগে এরকম কথা আসবেই। আমার তো মনে হচ্ছে এসব তারা নিজেদের ভয় দূর করার জন্যই বলছেন! নিজেদের ওপর যেন তারা বিশ্বাস না হারিয়ে ফেলে এজন্যই এমন কথা। ব্রাজিলের বিপক্ষে খেলার জন্য আপনাকে বিশেষ প্রস্তুতি নিতেই হবে। কোম্পানির মত অভিজ্ঞ ফুটবলারকে তার দলের ভেতর আত্মবিশ্বাস আনতেই চাইবেন।’

     

     

    বেলজিয়ামের বিপক্ষে নিজেদের প্রস্তুতিটা সেরে নিয়েছে ব্রাজিল, জানালেন মিরান্ডা, ‘বেলজিয়াম আসলে একজনের ওপর নির্ভর করা দল নয়, তারা শুধু লুকাকুর দিকেই চেয়ে থাকবে না। তাদের আক্রমণভাগ অনেক শক্ত। তারা অনেক লম্বা, কর্নার কিংবা অন্য সময়ে ডিফেন্ডারদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

    আজ রাত ১২ টায় মাঠে নামবে ব্রাজিল ও বেলজিয়াম।