• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    নতুন শুধু নুরুলের ফিফটি, বাকি সব পুরনোই

    নতুন শুধু নুরুলের ফিফটি, বাকি সব পুরনোই    

    ফ্রান্স-উরুগুয়ের ম্যাচ শেষ, ব্রাজিল-বেলজিয়ামেরটা আসছে। বিশ্বকাপ ফুটবলের ফাঁকে যদি অ্যান্টিগা টেস্টের খবর একটু জানতে চান, তবে আপনার জন্য নতুন শুধু নুরুল হাসানের ওয়ানডে স্টাইলের প্রথম টেস্ট ফিফটি, আউট হয়ে ফেরার পথে সতীর্থরা দাঁড়িয়ে অভিবাদনও জানিয়েছেন তাকে।

     

     

    এছাড়া যা হওয়ার তাই হয়েছে। বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে, প্রথম ইনিংসে কেমার রোচের পর এবার শ্যানন গ্যাব্রিয়েলকেও বাংলাদেশ হতাশ করেনি, দিয়েছে ৫ উইকেট। 

    অ্যান্টিগা টেস্টের হতাশা বাংলাদেশকে এই সফরে ঠিক কতদিন তাড়া করবে, সেটা জানার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আপনাকে। 


    প্রথম টেস্ট
    বাংলাদেশ ১ম ইনিংস ৪৩ অল-আউট (লিটন ২৫, রোচ ৫/৮, কামিন্স ৩/১১) ও ২য় ইনিংস ১৪৪ (নুরুল ৬৪, গ্যাব্রিয়েল ৫/৭৭)
    ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ৪০৬ (ব্র্যাথওয়েট ১২১, মেহেদি ৩/১০১)
    ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ২১৯ রানে জয়ী