যে কারণে উদযাপন করেননি গ্রিজমান
গোলের পর তার উদযাপন বরাবরই নজর কাড়ে। সেই গোলটা যদি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হয়, তাহলে তো উদযাপন হওয়ার কথা আরও জমকালো। কিন্তু আতোইন গ্রিজমান উরুগুয়ের বিপক্ষে গোল করে রইলেন একেবারেই নিরব। গ্রিজমান জানিয়েছেন, উরুগুয়ের অ্যাটলেটিকো মাদ্রিদের সতীর্থদের কথা ভেবেই গোল উদযাপন করেননি তিনি।
ম্যাচের আগে নিজেই বলেছিলেন, মেয়ের ‘গডফাদার’ উরুগুয়ে অধিনায়ক ডিয়েগো গোডিনের বিপক্ষে খেলাটা তার জন্য কঠিন হবে। গোডিন ছাড়াও উরুগুয়ে দলে আছেন অ্যাটলেটিকোর হোসে মারিয়া হিমেনেজ। ক্লাবের সতীর্থদের বিপক্ষে তাই নিজের স্বভাবসুলভ গোল উদযাপনটা করতে চাননি।
উরুগুয়ের বিদায়ে গোডিন-গিমেনেজদের মতো গ্রিজমানও কষ্ট পেয়েছেন, ‘আমি গোলের পর উদযাপন করতে চাইনি। গোল করে আমি খুশি, কিন্তু অ্যাটলেটিকোর সতীর্থর জন্য খারাপও লাগছে। উরুগুয়ের বিপক্ষে প্রথমবারের মতো খেলছি, আবেগটা তাই একটু বেশি ছিল।’
উরুগুয়ের ফুটবলারদের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও জানান দিলেন গ্রিজমান, ‘আমি উরুগুয়ে ও তাদের ফুটবলারদের খুব ভালোবাসি। নিজের সবচেয়ে প্রিয় বন্ধুদের বিপক্ষে খেলছিলাম। তাদের প্রতি সম্মান দেখিয়েই উদযাপন করিনি।’
উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিতে পৌঁছেছে গ্রিজমানের ফ্রান্স। সেখানে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।