সুযোগ কাজে না লাগানোর কারণেই হেরেছে ব্রাজিল: তিতে
হারের পর দলের খেলোয়াড়দের সান্ত্বনা দিচ্ছিলেন, মনে মনে হয়ত সেটা দিচ্ছিলেন নিজেকেও। বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিল কোচ তিতের চোখেমুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট। হারের পর তিতে বলছেন, বেলজিয়ামের বিপক্ষে জয়ের জন্য পর্যাপ্ত গোলের সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল।
ভাগ্য নয়, বেলজিয়ামের দুর্দান্ত ফুটবল ও নিজেদের খারাপ খেলার কারণেই হেরেছে ব্রাজিল, মানছেন তিতে, ‘আমি ভাগ্য নিয়ে কথা বলতে চাই না। ভাগ্য আপনার পক্ষে থাকলে জয় সহজ হয়ে যায় এটা সত্যি। কিন্তু কোর্তোয়া কি ভাগ্যবান ছিল? নাহ, সে ছিল অবিশ্বাস্য। শট গোলপোস্টে লাগতেই পারে। পুরো ম্যাচে বেলজিয়ামই ভালো খেলেছে। আমরা পর্যাপ্ত গোলের সুযোগ তৈরি করতে পারিনি। এরকম হার মেনে নেওয়া খুবই কষ্টকর।’
ম্যাচে ব্রাজিলের শট অন টার্গেট ছিল ২৬, বেলজিয়ামের ৮। এতবার শট নিয়েও ম্যাচে সমতা ফেরাতে না পেরে হতাশ তিতে, ‘আমরা তো ম্যাচের দুই তৃতীয়াংশ সময়ই নিয়ন্ত্রণ ধরে রেখেছিলাম। কিন্তু বেলজিয়াম যে সুযোগই পেয়েছে, সেটা কাজে লাগিয়েছে। দুই দলই কৌশলগত দিক দিয়ে দারুণ ছিল, ম্যাচটাও অসাধারণ হয়েছে। হারলে সবসময়ই খারাপ লাগে, এটা মানতেই হবে।’
ব্রাজিলকে হারিয়ে সেমিতে উঠে গেছে বেলজিয়াম। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে লড়বে তারা।