• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    কখনোই আত্মবিশ্বাস হারায়নি বেলজিয়াম: মার্টিনেজ

    কখনোই আত্মবিশ্বাস হারায়নি বেলজিয়াম: মার্টিনেজ    

    ছবি-মার্কা

    বেলজিয়ামের সোনালি প্রজন্মকে বহু প্রত্যাশিত সাফল্য এনে দিতে রাশিয়ায় এসেছিলেন। গ্রুপ পর্বের পর দ্বিতীয় রাউন্ডেও দুর্দান্ত ফুটবল খেলেছে বেলজিয়াম। তবে রবার্তো মার্টিনেজের দল হয়ত নিজেদের সেরা খেলাটা উপহার দিল ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেই। ব্রাজিলকে হারিয়ে সেমিতে পৌঁছানোর পর মার্টিনেজ বলছেন, কখনোই আত্মবিশ্বাস না হারানো বেলজিয়ামের খেলায় নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি গর্বিত মানুষ মনে হচ্ছে।

    পাল্টা আক্রমণে বারবারি ব্রাজিলকে কোণঠাসা করেছে লুকাকু-হ্যাজার্ডরা। দলের গোলরক্ষকও ছিলেন অতন্দ্র প্রহরীর মতো। দলের খেলায় মুগ্ধ মার্টিনেজ, ‘যেভাবে সব পরিকল্পনা করা হয়েছিল ম্যাচের আগে, সব দারুণভাবে বাস্তবায়ন করেছে দল। এর চেয়ে বেশি গর্বের বিষয় আর কী হতে পারে? তারা যেভাবে খেলেছে, এক কোথায় অসাধারণ। ব্রাজিলের বিপক্ষে জেতা কতটা কঠিন কাজ এটা সবাই জানে। সবাই তাদের খেলার ধরনকে একটু সমীহ করেই চলে। কিন্তু মাঠে বেলজিয়াম সেটাকে দূরে সরিয়ে জয় এনেছে। তারা একচুলও ছাড় দেয়নি মাঠে।’

     

     

    নিজের আত্মবিশ্বাস কখনই হারায়নি বেলজিয়াম, জানালেন মার্টিনেজ ‘বড় ম্যাচে আত্মবিশ্বাসটাই বড় ব্যাপার। ব্রাজিলের বিপক্ষে মানসিকভাবে শক্ত হয়ে খেলতে হতো। ফুটবলাররা সে দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছে। শেষ কয়েক মিনিটে ব্রাজিলের আক্রমণভাগ বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করেছে আত্মবিশ্বাস। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তারা সেটা ধরে রেখছে।' 

     

    সেমিতে ফ্রান্সের মুখোমুখি হবে বেলজিয়াম। সোনালি প্রজন্মকে নিয়ে কতদূর যেতে পারেন মার্টিনেজ, সেটা সময়ই বলে দেবে।