• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    এরকম কন্ডিশনে আমরা অভ্যস্ত নই: সাকিব

    এরকম কন্ডিশনে আমরা অভ্যস্ত নই: সাকিব    

     

    প্রথম ইনিংসের সেই দুঃস্বপ্নের পর এমন হার ছিল সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত মাত্র তিনদিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের বাংলাদেশ। ব্যাটিং কিংবা বোলিং, কোথাও ক্যারিবিয়ানদের পরীক্ষার মুখোমুখি করতে পারেনি তারা। ম্যাচ শেষে সাকিব বলছেন, কন্ডিশনের সাথে মানিয়ে না পারাতেই বাংলাদেশের এমন হার।

    ১৮.৫ ওভার, প্রথম ইনিংসে বাংলাদেশের স্থায়িত্ব ছিল ঠিক এটুকুই। এক লিটন দাশ ছাড়া দুই অংক ছুঁতে পারেননি কেউই। প্রথম ইনিংসে বাংলাদেশের বোলাররাও আহামরি কিছু করে দেখাতে পারেননি। বিশাল লিডের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে নুরুল হাসানের ৬৪ রানের সুবাদে ১০০ পেরোয় বাংলাদেশ। তবে নুরুলের সেই ইনিংস শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।

     

     

    সাকিব মনে করেন, কন্ডিশনের কারণেই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি বাংলাদেশ, ‘আমরা তিন বিভাগেই ব্যর্থ হয়েছি। পরের ম্যাচের আগে অনেক কিছুই বদলাতে হবে। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা কঠিন ব্যাপার। আমরা এরকম কন্ডিশনে খেলে অভ্যস্ত না। মানসিক প্রস্তুতিটা অনেক বড় ব্যাপার। সিরিজের ফিরতে হলে আগামী ৫ দিনে এইদিকে আমাদের প্রস্তুত হতে হবে।’

    নুরুলের ব্যাটিং আর আবু জায়েদের বোলিংকেই এই ম্যাচের প্রাপ্তি মানছেন সাকিব, ‘নুরুল দারুণ ব্যাটিং করেছে, এটা প্রশংসার দাবিদার। অভিষেকে জায়েদও ভালো বোলিং করেছেন। সে ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় অস্ত্র হতে পারে।’

    ১২ জুলাই জ্যামাইকাতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।