• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    বলের কারণেই ভুল করেছিলেন মুসলেরা?

    বলের কারণেই ভুল করেছিলেন মুসলেরা?    

     

    গত মার্চেই তিনি বলেছিলেন, বিশ্বকাপে অ্যাডিডাসের এই বল গোলকিপারদের সমস্যার কারণ হবে। গতকাল উরুগুয়ে কিপার ফার্নান্দো মুসলেরার ভুলে আতোইন গ্রিজমানের গোলের পর সাবেক স্প্যানিশ গোলরক্ষক পেপে রেইনা বলছেন, বলের কারণেই এই ভুল হয়েছে মুসলেরার।

    ১৯৭০ সাল থেকেই বিশ্বকাপে বল বানিয়ে আসছে অ্যাডিডাস। ২০১৮ সালের বল নিয়ে রেইনা বছরের শুরুতে বলেছিলেন, এবারের বিশ্বকাপে অনেক বেশি ভুল করবেন গোলরক্ষকেরা, ‘এবার একটু দূর থেকে শট নিলেই অনেক গোল হবে। কমপক্ষে ৩৫ টি গোল তো হবেই গোলরক্ষকদের ভুলে! এই বল সামলাতে কিপারদের অনেক বেগ থেকে হবে।’

     

     

    বিশ্বকাপে গোলরক্ষকদের ভুল ছিল চোখে পড়ার মতো। স্পেনের ডেভিড ডি গিয়া, আর্জেন্টিনার উইলি ক্যাবেয়ারোর ভুলের মাশুল খুব ভালোমতোই দিয়েছে তাদের দল। কাল কোয়ার্টার ফাইনালে মুসলেরার ওই ভুলেই জয় নিশ্চিত হয় ফ্রান্সের।

    প্রতিবার নতুন বল বানিয়ে গোলরক্ষকদের বিপদে ফেলছে ফিফা, দাবি রেইনার, ‘গোলরক্ষকদের বিভ্রান্ত করার জন্য আরও বেশি বেশি নতুন ডিজাইনের বল বানানো হবে নাকি? ম্যাচের ‘আকর্ষণ’ বাড়ানোর জন্য আমাদের এসব না, অন্যদিকে নজর দেওয়া উচিত।’