• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    অভিশাপ যখন কাজান-মেক্সিকো

    অভিশাপ যখন কাজান-মেক্সিকো    

    স্টেডিয়ামের কি কোনো ‘অভিশাপ’ থাকতে পারে? এমন কি হতে পারে, বড় দল খেলতে এলেই তাদের জন্য মৃত্যুকূপ হয়ে ওঠে নির্দিষ্ট একটি মাঠ? হয়ত হ্যাঁ, হয়ত না। রাশিয়া বিশ্বকাপে কিন্তু নিশ্চিতভাবেই একটা স্টেডিয়াম বড় দলগুলোর জন্য অভিশপ্ত হয়ে উঠেছে। জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল; এবারের বিশ্বকাপে ফুটবলের তিন পরাশক্তি স্বপ্নভঙ্গ হয়েছে রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামেই!

    ৮৬ হাজার ধারণক্ষমতা বিশিষ্ট এই কাজান স্টেডিয়াম তৈরি হয় ২০১৩ সালে। গত চার বছরে কনফেডারেশন কাপের ম্যাচসহ বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে। তবে কাজানের অভিশাপ শুরু এবারের বিশ্বকাপেই, প্রথম শিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিততেই হতো জার্মানদের। জয় তো এলোই না, উল্টো ২-০ গোলে হেরে ১৯৩৮ সালের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল জার্মানি। জার্মানির পর পালা আর্জেন্টিনার, দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে এবারো মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো আর্জেন্টিনার লিওনেল মেসিকে।

     

    জার্মানি, আর্জেন্টিনাকে বিদায়ের পর কাজানের সর্বশেষ শিকার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যে ব্রাজিল পুরো টুর্নামেন্টে গোল খেয়েছে একটি, তারাই কালকে প্রথম ৩০ মিনিটের মাঝে হজম করল দুই গোল। শেষ পর্যন্ত ফিরে আসার দারুণ এক লড়াই উপহার দিলেও কাজানের অভিশাপে বিদায় নিতে হয়েছে নেইমারদেরও।

    শুধু কি কাজান? রাশিয়া বিশ্বকাপে দেখা গেছে আরেকটি ‘অভিশাপ’। অভিশাপের নাম মেক্সিকো। অবাক করার মতো ব্যাপার হলেও, নকআউট পর্বে মেক্সিকোকে হারিয়ে কোনো দলই আজ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি!

     

     

    গত ৭ বিশ্বকাপে শেষ ষোল থেকে বিদায় নিয়েছে মেক্সিকানরা। ১৯৯৪ সালে বুলগেরিয়া, ১৯৯৮ সালে জার্মানি, ২০০২ সালে যুক্তরাষ্ট্র, ২০০৬ ও ২০১০ সালে আর্জেন্টিনা, ২০১৪ সালে নেদারল্যান্ড দ্বিতীয় রাউন্ডে হারায় মেক্সিকোকে। তাদের কেউই পরে গিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। এবার ব্রাজিলও দ্বিতীয় রাউন্ডে পেয়েছিল মেক্সিকোকে। তাদের ২-০ গোলে হারানোর পর কোয়ার্টারেই বিদায় নিতে হল সেলেসাওদের, বহাল থাকল মেক্সিকো অভিশাপ! 

    মেক্সিকো অভিশাপের মতো রাশিয়াতে বহাল থেকে আরেকটি অভিশাপও। লাতিন আমেরিকার দেশগুলোর জন্য ইউরোপের বিশ্বকাপ মানেই যেন হতাশার অন্য নাম। সেই ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে পেলে মাজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই শেষ, গত ৬০ বছরে ৬ বার ইউরোপে হয়েছে বিশ্বকাপ, কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি লাতিন আমেরিকার কোনো দেশ। এবার রাশিয়াতেও ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা উরুগুয়ের কেউই থাকছে না সেমিফাইনালে।