• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ইব্রার বাজিতে রাজি বেকহাম

    ইব্রার বাজিতে রাজি বেকহাম    

    আচ্ছা, লস অ্যাঞ্জেলেসের নতুন বাড়িতে ইব্রাহিমোভিচের ঠিক কী কী নতুন আসবাবপত্র প্রয়োজন? নাকি নির্দিষ্ট কোনও কিছু চাইছেন তিনি? ওয়েম্বলিতে বসে ইংল্যান্ড শার্ট পরে খেলা দেখতেই বা কেমন লাগবে সুইডিশ তারকার? 

     

     

    এতসব প্রশ্নের কারণ, ইব্রাহিমোভিচের ছুঁড়ে দেওয়া অফার ও ডেভিড বেকহামের জবাব। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি সুইডেন ও ইংল্যান্ড। সে ম্যাচের আগেই ইন্সটাগ্রামে একটা ‘বাজির অফার’ দিয়েছেন ইব্রা। বেকহামের সঙ্গে খেলার একটা ছবি দিয়ে তাকে মেনশন করে লিখেছেন, “হে, ডেভিড বেকহ্যাম। আজ ইংল্যান্ড জিতলে তুমি যেখানে চাইবে, সেখানেই তোমাকে ডিনার করাবো, কিন্তু সুইডেন জিতলে আমি আইকিয়া থেকে যা কিনতে চাই, সেটাই কিনে দিতে হবে। ঠিক আছে?” 

    আইকিয়া হলো সুইডেন-ভিত্তিক বহুজাতিক আসবাবপত্রের কোম্পানি। 

    ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সুইডিশ ফরোয়ার্ডের জবাবটা সে পোস্টেই দিয়েছেন তার সাবেক সতীর্থ ও সাবেক ইংলিশ অধিনায়ক, “যদি সুইডেন জেতে, তবে নিজেই তোমাকে আইকিয়ায় নিয়ে গিয়ে তোমার এলএ-র নতুন বাড়ির জন্য যা যা প্রয়োজন, কিনে দিব। তবে ইংল্যান্ড জিতলে, তোমাকে ওয়েম্বলিতে এসে ইংল্যান্ডের একটা ম্যাচ দেখতে হবে ইংল্যান্ডের শার্ট পরে। আর হাফ-টাইমে চিপস ও মাছের স্বাদ নিতে হবে।”  

    এলএ গ্যালাক্সির হয়ে মেজর লিগ সকারে খেলতে এখন যুক্তরাষ্ট্রে থাকেন ইব্রা। রাশিয়া বিশ্বকাপে সুইডেনের দলে জায়গা না পেয়ে এর আগে তিনি বলেছিলেন, “আমাকে ছাড়া বিশ্বকাপ কোনও বিশ্বকাপই হবে না!” 

    ইন্সটাগ্রামে ডেভিড বেকহ্যামের ফলোয়ার ৪৮.৪ মিলিয়ন, ইব্রাহিমোভিচের ৩৩.৪ মিলিয়ন। 

    আজকের ম্যাচের পর বাজিতে জিতবেন কে?