গোল নয়, লুকাকুর কাছে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করাও
স্ট্রাইকার হলেও ব্রাজিলের সঙ্গে গোল পাননি রোমেলু লুকাকু। তাতে অবশ্য তার পারফরম্যান্স ম্লান হচ্ছে না কিছুতেই, বেলজিয়ামের জয়ে তো তার অবদান কম নয়। দ্বিতীয় গোলটা তৈরী করে দিয়েছিলেন তিনিই, কেভিন ডি ব্রুইনের দারুণ ফিনিশে যা পেয়েছে পরিপূর্ণতা। চার গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে ছিলেন লুকাকু, তবে শেষ দুই ম্যাচে গোল করেননি তিনি। অবশ্য লুকাকু নিজেই বলছেন, তার কাছে নিজের গোলের চেয়ে দলের হয়ে পারফরম্যান্সটাই বড় কথা।
“সবাই ভাবে, রোমেলু লুকাকু মানে হলো শুধুই গোল। তবে আমি অল-রাউন্ডার হতে চাই”, বলেছেন লুকাকু।
“অ্যাসিস্ট করাটাও গুরুত্বপূর্ণ। আর এ বছর আমি যে কোনোবারের চেয়ে বেশি করেছি সেটা। অবশ্যই আমি স্কোর করতে চাই, তবে দলের জন্য খেটেও যেতে চাই।”
“গোল-স্কোরার হিসেবে আমার নিজেকে প্রমাণের আর কিছু নাই। বক্সের ভেতর যে কোনও সুযোগ পেলেই আমি গোল করতে পারি, তবে ব্যক্তিগত ব্যাপার এখানে আসছে না।”
লুকাকুর অ্যাসিস্টে যিনি ফিনিশ করেছেন, সেই ডি ব্রুইন বলছেন, এখনো বেলজিয়াম যেটা চায় সেটা অর্জন করতে পারেনি, উচ্ছ্বাসে এখনই ভেসে যাওয়ার সুযোগ নেই তাই এখনই, “ফুটবলে শিরোপা জেতাটাই সবকিছু। শিরোপা জেতার মুহুর্তগুলোই আমার সবচেয়ে বড় স্মৃতি হয়ে আছে।”
“আমরা বিশ্বকাপ জিতিনি। সেজন্য আমাদের আরও দুইটি ম্যাচ জিততে হবে।”
সে দুইটির মধ্যে প্রথমটি মঙ্গলবার। সেমিফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ ফ্রান্স।