অবশেষে মরিনহো-গেরো কাটালেন ওয়েঙ্গার
নগর প্রতিদ্বন্দ্বী চেলসিকে ১-০ গোলের ব্যাবধানে হারিয়ে সিজন শুরুর কমিউনিটি শিল্ডের ট্রফি জিতলো আর্সেনাল। ওয়েম্বলিতে ম্যাচের ২৪ মিনিটে অ্যালেক্স অক্সালেড চেম্বারলেইনের একমাত্র গোলে এদিন চেলসিকে হারায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ম্যাচ শুরুর আগেই দুই ম্যানেজারের কথার লড়াইকে ঘিরে অন্যরকম উত্তেজনার বারুদ জমে এ ম্যাচকে ঘিরে। কথার লড়াইয়ে সুবিধা করতে না পারলেও মাঠেই এদিন জয় ছিনিয়ে নিয়ে আর্সেনাল কোচ ওয়েঙ্গার আরো একবার প্রমান করলেন, এই আর্সেনালকে দেয়ার আরো অনেক কিছুই এখনও আছে এই ঝানু ম্যানেজারের। ১৪তম বারে এসে প্রথমবারের মতো হারাতে পারলেন মরিনহোকেও।
ম্যাচের শুরুতেই অবশ্য মরিনহোর কৌশলের কাছে খুব একটা সুবিধা করতে পারছিলেন না ওযিল ওয়ালকটরা। চিলির হয়ে সদ্য কোপা আমেরিকা জয়ী অ্যালেক্সিস সাঞ্চেজ ছিলেন বিশ্রামে। ৪-৩-২-১ ফরমেশনে খেলা আর্সেনালের একমাত্র ফরোয়ার্ড হিসেবে ম্যাচ শুরু করেন থিও ওয়ালট। ১১ বছর চেলসিতে কাটিয়ে সদ্য আর্সেনালে যোগ দেয়া পিটার চেক গোলবারের নিচে ছিলেন অভেদ্য। অপরদিকে ডিয়েগো কস্তা বিহীন চেলসির আক্রমণভাগে খেলতে নামা লইক রেমি ছিলেন নিষ্প্রভ। গত মৌসুমের সেরা খেলোয়াড় এডেন হ্যাযার্ডও খুব একটা সুবিধা করতে পারেননি। ফ্যাব্রিগাস, ম্যাটিচের সমন্বয়ে গড়া চেলসির মধ্যভাগ থেকে করা আক্রমণগুলো সামলাতে খুব একটা বেগ পেতে হয়নি আর্সেনালের রক্ষনভাগকে।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বক্সের বাইরে থেকে ঠেলে দেয়া ওয়ালকটের পাস থেকে চেলসি লেফট ব্যাক আযপিলিকুয়েতাকে বোকা বানিয়ে অসাধারণ এক গোল করে আর্সেনাল সমর্থকদের আনন্দে ভাসান চেম্বারলেইন। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার আগ পর্যন্ত চেম্বারলেইন ভালোই ভুগিয়েছেন মরিনহোর চিরচেনা দুর্বার রক্ষনকে। ম্যাচের ৩৬ মিনিটে রেমির ক্রস থেকে রামিরেস হেড থেকে গোল করতে ব্যর্থ হলে এভাবেই শেষ হয় প্রথম ৪৫ মিনিটের খেলা।
দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠা চেলসির ম্যানেজার মাঠে নামান দুই লাতিন আমেরিকান ফ্যালকাও ও অস্কারকে। তবে আরও একটি ম্যাচ হতাশায়ই শেষ করতে হয় ফ্যালকাওকে। এক গোলে এগিয়ে থেকেও আর্সেনালের আক্রমণের ধার খুব একটা কমেনি। ওয়ালকটের পরিবর্তে মাঠে নামা ফ্রেঞ্চ স্ট্রাইকার জিরু প্রায় প্রথম টাচেই গোল পেয়ে যেতে পারতেন। ২-০ গোলে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন সান্টি কাযোরলাও। ম্যাচের অন্তিম মুহূর্তে গিবসের শট ঠেকিয়ে শুধুমাত্র ২ গোলের ব্যবধানেই হার এড়িয়েছেন গোলকিপার কোরটোয়া।
চেলসির বিপক্ষে সর্বশেষ ৮ দেখায় জয়শূন্য থাকা বর্তমান এফএ কাপ জয়ীদের এ জয় নিঃসন্দেহে প্রেরণা হিসেবে কাজ করবে। সিজনের শুভ সূচনায় নতুন করে আশায় বুক বাঁধতেই পারেন গানার সমর্থকেরা। কস্তা, হ্যাযার্ডরাও অবশ্য ছেড়ে কথা বলার পাত্র নন। আজকের হার প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের জয়ের তৃষ্ণা বাড়িয়েই দেবার কথা!
কমিউনিটি শিল্ড দিয়ে শুরু হয়ে গেলো এবারের ইংলিশ ফুটবল মৌসুম। লীগ শুরু হবার আগে আরো সপ্তাহখানেক সময় পাবে সব দলই। এবারের দলবদলের মৌসুম বড় কোন চমক ছাড়াই শেষ করতে পারে এই দু’দল। দলে নতুন তারকা ভেড়ানো ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে অপেক্ষা করছে প্রমাণ করার পরীক্ষা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি শিরোপা লড়াইয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। ব্রেন্ডন রজার্স এর লিভারপুলের সামনে অগ্নি পরীক্ষা। সব মিলিয়ে এ কথা বলাই চলে- রোমাঞ্চকর এক ফুটবল সিজনই অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য।
ছবি- মেইল অনলাইন