• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ফুটবল খেলার ইচ্ছাশক্তি ফিরিয়ে আনতে কষ্ট হবে: নেইমার

    ফুটবল খেলার ইচ্ছাশক্তি ফিরিয়ে আনতে কষ্ট হবে: নেইমার    

     

    ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নসারথি ছিলেন তিনিই। ইনজুরি থেকে ফিরে ব্রাজিলকে নিয়ে যাচ্ছিলেন হেক্সার দিকে। শেষ পর্যন্ত নেইমারের স্বপ্নযাত্রা থেমে গেছে কোয়ার্টার ফাইনালেই। বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর নেইমার বলছেন, এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের মুহূর্ত, এই শোক সামলতে উঠতে অনেক সময় লাগবে তার।

    ব্রাজিলকে মানা হচ্ছিল এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। ৪ ম্যাচে মাত্র এক গোল হজম করে সেটারই আভাস দিচ্ছিল তিতের দল। কিন্তু বেলজিয়ামের কাছেই এলোমেলো হয়ে গেলো সব, ৩০ মিনিটের মাথায় হজম করল ২ গোল। ম্যাচে আর সমতা আনতে না পারায় চোখের জলেই বিদায় নিতে হল নেইমারদের।

    নেইমারকে এই হারের ব্যথা অনেকদিন পোড়াবে, জানিয়েছেন নিজের ইন্সটাগ্রামে, ‘আমরা শেষ পর্যন্ত যেতে পারতাম, ইতিহাস গড়তে পারতাম। কিন্তু এরকমটা না হওয়ায় খুব বেশি কষ্ট পেয়েছি। হয়ত এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত।’

    ফুটবল খেলার ইচ্ছাশক্তি বেলজিয়ামের কাছে হেরে অনেকটাই মরে গেছে বলেও জানান নেইমার, ‘আবারও ফুটবল মাঠে নামার শক্তি পাচ্ছি না। ঈশ্বর নিশ্চয়ই এই শক্তি আমাকে দেবেন। হারলেও আমি ঈশ্বরের কাছে চাওয়া বন্ধ করব না। এই ব্রাজিল দলের অংশ হতে পেরে আমি গর্বিত। যারা আমার পাশে থেকেছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

     

     

    নেইমারের পিএসজি ছাড়া নিয়ে গুঞ্জন চলছিল বিশ্বকাপের আগে থেকেই। শেষ পর্যন্ত কোন ক্লাবের হয়ে আবারও মাঠে নামবেন, সেটা জানা যাবে দ্রুতই।