সুকারের দলকেও ছাড়িয়ে যাবে এই ক্রোয়েশিয়া: মদ্রিচ
‘এই ক্রোয়েশিয়া দলটা কিছু একটা করে দেখাবে’, রাশিয়া বিশ্বকাপের শুরু থেকে অনেকের মুখেই ছিল এমন কথা। আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের সেই দাপুটে জয় এই পালে আরও হাওয়া দিয়েছে। বিশ্বকাপ যত এগিয়েছে, ক্রোয়াটদের খেলার ধার বেড়েছে ততোই। রাশিয়ার বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক কোয়ার্টার ফাইনালে ট্রাইবেকারে জিতে সেমিতে পৌঁছেছে ক্রোয়েশিয়া। অধিনায়ক লুকা মদ্রিচ বলছেন, এই ক্রোয়েশিয়া দল ১৯৯৮ সালের ডেভর সুকারের ক্রোয়েশিয়াকে ছাড়িয়ে যাবে।
বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় সাফল্য ছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। সেবার সুকার ম্যাজিকে সেমিতে উঠেছিল ক্রোয়াটরা। তবে সেমিতে ফ্রান্সের কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি। ২০ বছর পর আবারও সেমিতে উঠেছে সুকারের উত্তরসূরিরা।
সুকারদের মতো সেমিতেই শেষ হবে না এই ক্রোয়েশিয়ার যাত্রা, এমনটাই বিশ্বাস মদ্রিচের, ‘২০ বছর আমরা সেমিতে উঠেছি। এটা দলের সবার জন্যই গর্বের বিষয়। এখন আমাদের চাওয়া ১৯৯৮ সালের সেই দলকে ছাড়িয়ে যাওয়া। প্রথমবারের মতো সেমির বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছানোই আমাদের লক্ষ্য।’
পুরো টুর্নামেন্টে চমক দেখানো রাশিয়া কোয়ার্টার ফাইনালেও লড়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। রাশিয়ার এমন খেলায় কিছুটা অবাকই হয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া, স্বীকার করলেন মদ্রিচ, ‘রাশিয়া দুর্দান্ত খেলেছে, বিশেষ করে প্রথমার্ধ। তারা আমাদের রীতিমত অবাক করেছে! আমরা তো তাদের সামনে দাঁড়াতেই পারিনি শুরুর দিকে। দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময়ে খেলার নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। অনেক নাটকের পর সেমিতে পৌঁছেছি। হয়ত এমনটা ভাগ্যে লেখা ছিল সবার।’
সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।