• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    হারলেও রাশিয়াকে নিয়ে গর্বিত পুতিন

    হারলেও রাশিয়াকে নিয়ে গর্বিত পুতিন    

    ছবি-মার্কা

    নিঃশ্বাস দূরত্বে ছিল সেমিফাইনাল। পেনাল্টি শুটআউটে ক্রোয়েশিয়ার কাছে হেরে ঘরের মাটিতে স্বপ্নভঙ্গ হলো রাশিয়ার। তবে কোয়ার্টারে বাদ পড়লেও এই রাশিয়ান দলকে নিয়ে অনেক বেশি গর্বিত দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    র‍্যাঙ্কিংয়ের সবচেয় নিচু দল হিসেবে বিশ্বকাপে খেলেছে রাশিয়া। ৭০ তম স্থানে থাকা রাশিয়া প্রথম থেকে চমক দেখিয়েছে বিশ্বকাপে। প্রথম রাউন্ডে দুই জয় নিয়ে উঠেছে শেষ ষোলতে। সেখানে ফেভারিট স্পেনকে ট্রাইবেকারে অবিশ্বাস্যভাবে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল রাশিয়ানরা। কোয়ার্টারে অবশ্য ট্রাইবেকারে এসেই বিদায় নিতে হয়েছে তাদের।

    স্পেনের ম্যাচের আগেও পুতিন শুভকামনা জানিয়েছিলেন দলকে। বিদায় নিলেও রাশিয়া ফুটবল দলকে নিয়ে গর্বিত তিনি, জানিয়েছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ, ‘পুতিন টিভিতে খেলা দেখেছেন। দারুণ একটা ম্যাচের পর হেরেছি আমরা। হারের পরেও তারা আমদের নায়ক। তারা মাঠে নিজেদের সবটুকু দিয়েছে। প্রেসিডেন্ট তাদের নিয়ে গর্বিত। আমরা সবাই তাদের নিয়ে গর্বিত।’

     

     

    রাশিয়া কোচ স্তানিস্লভ চেরচেশভকে কালকেও ফোন করেছিলেন পুতিন, 'তিনি আমাকে এই ম্যাচেও ফোন দিয়েছিলেন। ভালো খেলার জন্য সাধুবাদ জানিয়েছেন। আমরা তাকে বলেছি যে এরকম বিদায় নিয়ে সবাই দুঃখ পেয়েছে। তিনি আমদের দুঃখ ভুলে সামনের দিকে এগোতে বলেছেন।' 

    এই বিশ্বকাপে যেভাবে খেলছে রাশিয়া, তাতে তাদের নিয়ে গর্ব করা যেতেই পারে!