• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    আমাদের প্রধান লক্ষ্য থাকবে বড় কিছু জুটি গড়া: সোহান

    আমাদের প্রধান লক্ষ্য থাকবে বড় কিছু জুটি গড়া: সোহান    

    পুরো ম্যাচে তার ইনিংসটিই ছিল বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। প্রথম ইনিংসের সেই দুঃস্বপ্নের পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১০০ পেরিয়েছে নুরুল হাসান সোহানের ৬৪ রানের কল্যাণেই। এক ইনিংস ও ২১৯ রানের বিশাল হারের পর নুরুল বলছেন, সিরিজে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটসম্যানদের জুটি গড়তে হবে, করা যাবে না আগের ম্যাচের ভুলগুলোও।

     

     

    প্রথম ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ১৮.৫ ওভার, রান ছিল ৪৩। দ্বিতীয় ইনিংসেও স্কোরবোর্ডে তিন অঙ্ক উঠত না যদি নুরুল না থাকতেন। ৩৬ বলেই ফিফটি, শেষ পর্যন্ত ৭৪ বলে ৬৪, নুরুলের ওয়ানডে স্টাইলের ব্যাটিংই বাংলাদেশের হারের ব্যবধান কমিয়েছে।

    সোহান মনে করেন, ব্যাটসম্যানদের প্রথম টেস্টের ভুল থেকে শিক্ষা নিতে হবে, ‘প্রথম টেস্টে যে ভুল হয়েছে সেটা শুধরে ফেলতে হবে। আর টেস্টে জুটি গড়া খুবই গুরুত্বপূর্ণ। একটি কিংবা দুইটি জুটিই ম্যাচের চেহারা পাল্টে দিতে পারে। আমাদের প্রধান লক্ষ্য থাকবে বেশ কয়েকটা ভালো জুটি গড়ার। টপ ও মিডল অর্ডারে জুটি গড়তে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ খুব সহজেই নেওয়া যাবে।’

    দ্বিতীয় টেস্টেও নিজের পারফরম্যান্স ধরে রাখতে চান সোহান, ‘পিচে বাউন্স ছিল। মনে হয় দ্বিতীয় টেস্টেও একইরকম হবে। দ্রুত উইকেট হারালেই বিপদ আমার লক্ষ্য থাকবে যতক্ষণ সম্ভব ক্রিজে থাকা ও আত্মবিশ্বাস বাড়ানো। প্রথম ইনিংসে শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলেছিল পুরো দল।’

    আগামী ১২ জুলাই জ্যামাইকাতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।