ফ্রান্সের বিপক্ষে বেলজিয়ামকে নির্ভীক ফুটবল খেলতে হবে: মার্টিনেজ
ছবি-মার্কা
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিলকে বিদায় করেই সেমিতে উঠেছে বেলজিয়াম। ৩২ বছর পর সেমিফাইনালে খেলতে নামা বেলজিয়ামের প্রতিপক্ষ দ্বিতীয় রাউন্ডেই আর্জেন্টিনাকে বিদায় করা ফ্রান্স। বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলছেন, ফাইনালে পৌঁছাতে হলে ফ্রান্সের বিপক্ষে নির্ভীক ফুটবলই খেলতে হবে হ্যাজার্ড-লুকাকুদের।
কিলিয়ান এমবাপ্পে, আতোইন গ্রিযমান, পল পগবাদের নিয়ে গড়া ফ্রান্স টুর্নামেন্টজুড়েই খেলছে দুর্দান্ত। দ্বিতীয় রাউন্ডে তাদের গতির কাছেই পরাস্ত হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কোয়ার্টারেও তাদের কাছে পাত্তা পায়নি উরুগুয়ে।
১৯৮৬ সালের পর আবারও সেমিতে বেলজিয়াম। মার্টিনেজ মনে করেন, দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সের বিপক্ষে এত বছর পর সেমিতে যাওয়া বেলজিয়ামের ভয় পেলে চলবে না, ‘এই ম্যাচে আমাদের নির্ভীক ফুটবল খেলতে হবে। যদি আমরা মনের মাঝে একটুও ভয় রাখি, তাহলেই ফলাফল আমাদের বিপক্ষে যাবে। আমরা নিজেদের খেলাটাই তখন খেলতে পারব না। বিন্দুমাত্র ভয়, সন্দেহ রাখা যাবে না। টুর্নামেন্টজুড়ে যেভাবে খেলেছে সবাই, সেই খেলাটাই খেলতে হবে। সেমিফাইনালের চাপ অবশ্যই থাকবে, তবে সেটা কাটিয়ে ওঠাটাই আসল।’
দ্বিতীয় রাউন্ডে মূলত এমবাপ্পেকে আটকাতেই হিমশিম খেয়েছে আর্জেন্টাইন রক্ষণভাগ। বেলজিয়ামের অন্যতম প্রধান লক্ষ্য তাকে স্বাভাবিক খেলাটা খেলতে না দেওয়া, জানালেন মার্টিনেজ, ‘এমবাপ্পেকে আটকানো খুব কঠিন কাজ। এটা তো বিশ্বকাপে সবাই বুঝেই গেছে। কীভাবে তাকে আটকানো যাবে এটা আসলে বলা মুশকিল। কঠিন মুহূর্তে সে গোলের সুযোগ তৈরি করে, তা রক্ষণভাগের জন্য দুশ্চিন্তার কারণ। আমরা তাকে আটকানোর সব চেষ্টাই করব।’
আগামীকাল সেমিতে মুখোমুখি বেলজিয়াম ও ফ্রান্স।