বেলজিয়াম নয়, ফ্রান্স ডাগআউটেই অঁরিকে চেয়েছিলেন জিরু
সেমিফাইনালে অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হবেন থিয়েরি অঁরি। বেলজিয়ামের সহকারী কোচের দায়িত্ব পালন করা অঁরির প্রতিপক্ষ যে নিজের দেশ ফ্রান্স! ফ্রান্স ফরোয়ার্ড অলিভিয়ার জিরু বলছেন, বেলজিয়াম নয়, অঁরিকে ফ্রান্স ডাগআউটে দেখলেই বেশি খুশি হতেন তিনি।
১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন অঁরি। খেলোয়াড়ি জীবন শেষ করে এখন মনোযোগ দিয়েছেন কোচিংকে। বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজের সহকারী হিসেবেই রাশিয়াতে এসেছেন তিনি। সেমিতে তার প্রতিপক্ষ সেই ফ্রান্সই।
অঁরি ফ্রান্সের কোচিং স্টাফের অংশ হলেই বেশি ভালো হতো, মানছেন জিরু, ‘তিনি আমাদের পরামর্শক হলে বেশি খুশি হতাম। তিনি ফ্রান্সের জীবন্ত কিংবদন্তিদের একজন। তাকে সবাই সম্মান করে। ফ্রান্সের জন্য অঁরি যা করেছেন, সেটা হয়ত কখনোই অন্য কেউ করতে পারবে না।’
লুকাকু-হ্যাজার্ডরা অঁরির পরামর্শ পাচ্ছেন কীভাবে ফ্রান্সকে হারানো যায়। তবে তার পরামর্শ যে কাজে লাগবে না, সেই চেষ্টাই করবেন জিরু, ‘সত্যি বলতে আমার একটুও হিংসা হচ্ছে না। আমাদের কাজ হচ্ছে খেলা। তার কাজ পরামর্শ দেওয়া। আশা করি আমরা বেলজিয়ামকে হারিয়ে অঁরিকে বুঝিয়ে দিব যে তিনি ভুল দলকে বেছে নিয়েছেন বিশ্বকাপে!’
অঁরির পরামর্শে বেলজিয়ামকে কি পারবে ফ্রান্সকে হারাতে?