• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    'মেসিকে পেরেছি, কেইনকেও পারব'

    'মেসিকে পেরেছি, কেইনকেও পারব'    

    এই বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের সেরাটা আর্জেন্টিনার সঙ্গেই দিয়েছিল ক্রোয়েশিয়া। রক্ষণ, আক্রমণ-সবখানেই ছিল দুর্দান্ত। লিওনেল মেসিকে তেমন কোনো সুযোগই দেননি লভরেনরা। সেই ম্যাচ থেকেই এবার প্রেরণা নিচ্ছেন ক্রোয়েশিয়া কোচ জাতকো দালিচ। সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে মনে করিয়ে দিচ্ছেন, মেসিকে ঠেকাতে পারলে তারা কেইনদেরও পারবেন।

    ফর্মের হিসেবে এই ম্যাচে ইংল্যান্ড একটু এগিয়ে থাকতে হবে। বিশেষ করে ক্রোয়েশিয়ার মূল সমস্যা যখন আক্রমণ, ইংল্যান্ডের সেখানে আছেন পথ দেখানো অধিনায়ক হ্যারি কেইন। এখন পর্যন্ত ছয় গোল করেছেন কেইন, সেমিফাইনালে তাঁকে মার্ক করার জন্য আলাদা করে ছক কষতে হবে ক্রোয়েশিয়াকে। দালিচ বলছেন, ইংল্যান্ড দলে সেরকম কোনো দুর্বলতা নেই। তবে মেসিকে পারলে, তারা কেইনকেও পারবেন ঠেকাতে, ‘নিজেদের সামর্থ্যের ওপর আমাদের বিশ্বাস আছে। কেইন গোল সবচেয়ে বেশি, ওকে ঠেকানো সহজ হবে না। কিন্তু আমরা মেসিকে হারাতে পেরেছি, আশা করি কেইনকেও পারব।’

     

     

    স্টার্লিংকে নিয়ে আলচনার চেয়ে সমালোচনাও হচ্ছে কম না। এই বিশ্বকাপে বেশ কিছু সুযোগ কাজে লাগাতে না পারায় প্রশ্ন উঠেছে তাঁকে নিয়ে। তবে শিয়ারার, লিনেকাররা বার বার মনে করিয়ে দিয়েছেন, তিন বছর ধরে ইংল্যান্ডের হয়ে গোল না পেলেও স্টার্লিং দলের জন্য খুবই গুরুত্বপূর্ন। দালিচও আলাদা করে চোখ রাখছেন ম্যান সিটি উইঙ্গারের ওপর, ‘স্টার্লিং খুবই গুরুত্বপূরর্ণ একজন খেলোয়াড়, কারণ ও খুবই দ্রুত দৌড়ায়। কেইনের সঙ্গে ওর বোঝাপড়াও ভালো।’

    এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি সেট পিসে গোল করেছে ইংল্যান্ড। দালিচও সেটা জানেন, ‘ইংল্যান্ড খুবই দ্রুত, সরাসরি ফুটবল খেলে। ওরা দেখিয়েছে, সেট পিসে ওরা ভালো। ওদের লম্বা খেলোয়াড়েরা কর্নার থেকে বিপজ্জনক হতে পারে।’