"এমবাপ্পের উত্থান মেসির মতোই"
বয়স তার মাত্র ১৯। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর জন্ম নিয়ে স্কোয়াডে থাকা একমাত্র ফুটবলার হিসেবেই রাশিয়াতে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টজুড়েই তার গতির কাছে হার মেনেছে প্রতিপক্ষের ডিফেন্ডাররা। সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে বেলজিয়ামের নাসের চাডলি বলছেন, ফুটবলে এমবাপ্পের উত্থান অনেকটা লিওনেল মেসির মতোই।
গত মৌসুম থেকেই তার নাম ছড়িয়ে পড়েছিল ফুটবল বিশ্বে। মোনাকো থেকে মোটা অংকের ট্রান্সফার ফিতে আসেন পিএসজিতে। সেখানে নেইমার-কাভানিদের সাথে মিলে দারুণ এক মৌসুম কাটিয়েছেন, জিতেছেন ঘরোয়া ট্রেবলও। জাতীয় দলের হয়েও আছেন দুর্দান্ত ফর্মে, এই বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন ৩ গোল। তার দুর্দান্ত পাররম্যান্সে শেষ ষোলতেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা।
চাডলি মনে করেন, এমবাপ্পের আগমন মেসির মতোই, ‘এই বয়সে এমবাপ্পে যা করছে, সেরকম আগে কখনোই দেখিনি। শুধু মেসি ছাড়া! এমবাপ্পেকে আটকানো খুব কঠিন কাজ। সে এত দ্রুত দৌড়ায় , খুব কৌশলি একজন ফুটবলার। তার উত্থানটাও চমক জাগানিয়া, এটা অনেকটাই মেসির মতো।’
শুধু চাডলি নন, এমবাপ্পেতে মুগ্ধ বেলজিয়াম অধিনায়ক এডেন হ্যাজার্ডও, ‘আমায়ের ফোনে কথা হয়েছে কয়েকবার। সে আমাকে বলেছিল, আমার ভিডিও দেখে মাঝে মাঝে। এখন তো আমিই তার ভিডিও দেখি বারবার! সে যা করছে সেটা এক কথায় অসাধারণ।’
এমবাপ্পে ম্যাজিকে আর্জেন্টিনার মতো বেলজিয়ামকেও বিদায় করতে পারবে কিনা ফ্রান্স, সেটা জানা যাবে কালকের সেমিফাইনালেই।