• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    স্পেনের নতুন কোচ এনরিকে

    স্পেনের নতুন কোচ এনরিকে    

    শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। লুইস এনরিকেই হলেন স্পেনের নতুন কোচ। দুই বছরের জন্য স্পেনের ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। 

     

     

    বার্সেলোনার দায়িত্বটা গত মৌসুমেই ছেড়েছেন এনরিকে, এরপর আর কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি। স্পেন কোচ হওয়ার ইচ্ছা জানিয়েছিলেন তিন বছর আগেই। কিন্তু দেল বস্কের পর লোপেতেগিকে দায়িত্বটা দেওয়া হয়। সেই লোপেতেগি বিশ্বকাপের দুই দিন আগে হুট করে দায়িত্ব নেন রিয়াল মাদ্রিদের, স্প্যানিশ ফেডারেশন তার চেয়েও বড় চমক দিয়ে বরখাস্ত করে লোপেতেগিকে। দলের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো আপৎকালীন কোচ হন, তবে দলকে দ্বিতীয় রাউন্ডের বেশি নিয়ে যেতে পারেনি। রাশিয়ার কাছে ভারের পর অনুমিতভাবেই হিয়েরো ছেড়ে দেন কোচের পদ।

    শেষ পর্যন্ত এনরিকেই পেয়েছেন দায়িত্ব। ৮ সেপ্টেম্বর ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে তাঁর নতুন মিশন।