• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ছোটবেলায় বেলজিয়াম নয়, ফ্রান্সকেই সমর্থন দিতেন হ্যাজার্ড

    ছোটবেলায় বেলজিয়াম নয়, ফ্রান্সকেই সমর্থন দিতেন হ্যাজার্ড    

    থিয়েরি অঁরিকে বেশ আলোচনা হচ্ছে ফ্রান্স-বেলজিয়াম সেমিফাইনালের আগে। এবার আলোচনায় এলেন এডেন হ্যাজার্ড। ছোটবেলা থেকে ফ্রান্সকে সমর্থন দিয়েই বড় হয়েছেন তিনি, এমন তথ্য জানিয়েছেন হ্যাজার্ড নিজেই। ১৯৯৮ সালে ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই তাদের অনুসরণ শুরু করেন হ্যাজার্ড। 

    বেলজিয়ামে ফ্রান্স ভাষাভাষী অঞ্চলে বড় হয়েছেন হ্যাজার্ড। এরপর ১৪ বছর বয়সে যোগ দিয়েছিলেন ফ্রেঞ্চ ক্লাব লিলেতে। ব্রাজিলকে বিদায় করে বিশ্বকাপ সেমিফাইনালে উঠে এখন সেই ফ্রান্সকেই সামনে পাচ্ছেন চেলসি ফরোয়ার্ড। 

    “আমার ভাইদের মতো আমিও সবসময়ই ফ্রান্সকেই সমর্থন করে এসেছি, এমনকি বেলজিয়ামের চেয়েও বেশি। আমরা ৯৮ এর পরবর্তী প্রজন্ম।” 

    ফ্রান্সের জার্সি পরা হ্যাজার্ড, সবার ডানে/ডেইলিমেইল/টুইটার

    “সেসময় বেলজিয়ামের জার্সি ছিল না, আমরা ফ্রান্সেরটাই পরতাম”, স্বীকার করছেন হ্যাজার্ড। 

    “আমি কোনোভাবেই সে সময়ের বেলজিয়াম দলকে হেয় করতে চাই না। অনেক ভাল ফুটবলার ছিল। তবে তখন তো ফ্রান্সও ছিল (আমাদের জন্য)।” 

     

     

    এখন বেলজিয়ামের অধিনায়ক তিনি, তবে ফ্রান্সের জন্য প্রশংসার কমতি নেই তার। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে হ্যাজার্ড বলেছেন, “সে যা করছে, তার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে।” 

    “যদি এমবাপ্পে ছোট থাকতে আমার খেলার ভিডিও দেখে থাকে, তাহলে এখন আমি তার ভিডিও দেখছি। 

    “সে যা করছে, তা অসাধারণ, তার বয়সে তো আরও বেশি। আধুনিক ফুটবলে আমরা এমন কিছু দেখিনি।”