• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    "অ্যামোনিয়া শুঁকেছিলেন রাশিয়ান ফুটবলাররা"

    "অ্যামোনিয়া শুঁকেছিলেন রাশিয়ান ফুটবলাররা"    

    রাশিয়ান অ্যাথলেটদের বিরুদ্ধে এই অভিযোগটা নতুন নয়। পারফরম্যান্স-বর্ধক দ্রব্য গ্রহণের এবারের অভিযোগটা রাশিয়ার জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে। জার্মান সংবাদপত্র সিডিউচে জয়টাংয়ের দাবি, বিশ্বকাপের সময় পারফরম্যান্সের উন্নতি করতে রাশিয়ান ফুটবলাররা অ্যামোনিয়া শুঁকেছেন। অ্যামোনিয়া অবশ্য 'নিষিদ্ধ' কোনও দ্রব্য নয়। 

    রাশিয়ান ফেডারেশনের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এই পত্রিকা দাবি করছে, বিশ্বকাপে স্পেনের সঙ্গে এক ম্যাচে নামার আগ এক বদলি খেলোয়াড় অ্যামোনিয়ায় ডোবানো একটি কটন বল শুঁকছিলেন বলে তিনি স্বীকার করেছেন। 

     

     

    আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং ধারা অনুযায়ী, পারফরম্যান্স-বর্ধক নিষিদ্ধ-ঘোষিত দ্রব্যগুলোর মধ্যে অ্যামোনিয়া পড়ে না। অ্যাথলেটদের পারফরম্যান্স উন্নত করতে এটা সাহায্য করে, রক্তে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে। জার্মান পত্রিকা লিখেছে, “রাশিয়ান ফেডারেশনের ভাবখানা এমন, এটা যেন গোসলের সময় শ্যাম্পু ব্যবহার করার মতোই স্বাভাবিক।” 

    তবে সিডিউচে জয়টাং-ই প্রথম জার্মান পত্রিকা নয়, যারা রাশিয়ান ফুটবলারদের বিরুদ্ধে এমন অভিযোগ আনলো। এর আগে ট্যাবলয়েড বিল্ড দাবি করেছিল, ক্রোয়েশিয়ার ম্যাচের সময় রাশিয়ান ফুটবলাররা তাদের নাক ঘষছিলেন, জার্মান পাবলিক টেলিভিশনের ফুটেজে দেখা গেছে এমনই। এটাই ইঙ্গিত দেয়, তারা পারফরম্যান্স-বর্ধক কোনো দ্রব্য ব্যবহার করছিলেন।