থাইল্যান্ডের সেই কিশোররা থাকবেন বিশ্বকাপ ফাইনালে?
থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে বিশ্বকাপ ফাইনাল দেখতে মস্কোতে আমন্ত্রণ জানিয়ে রেখেছে ফিফা। ফিফার পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে নিয়মিতই। অবশ্য সবকিছুর আগে তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে চিন্তা ফিফার। এই আমন্ত্রণ কিশোররা আদৌ গ্রহণ করার মতো পরিস্থিতিতে থাকবেন কিনা, সেটাও বিবেচনা করা হচ্ছে।
৮ জুলাই শুরু হওয়া উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে আরও চারজনকে সফলভাবে বের করতে পেরেছে উদ্ধারকর্মীরা। টানা দ্বিতীয় দিন এ অভিযানে সফল হলেন তারা।
চারজনকে উদ্ধার করার পর বিকেলে মে সাইয়ের এক সংবাদ সম্মেলনে করতালিতে সিক্ত হয়েছেন উদ্ধার অভিযানের যৌথ বাহিনীর প্রধান নারোংসাক ওসাতানাকোম। এর আগে তিনি বলেছিলেন, “আমরা আরও চারজনকে উদ্ধার করতে পেরে খুশি।”
উদ্ধার অভিযানের গতি বেড়েছে দ্রুত। একজন কিশোরকে বের করে আনতে যে সময় লাগার কথা ছিল, উদ্ধারকর্মীরা সেটাকে দুই ঘন্টা কমিয়ে এনেছেন। আজ প্রথম ১১টায় অভিযান শুরু হয়ে ৪.৩০-এর দিকে প্রথম কিশোরকে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। এই সপ্তাহের শুরুতে এই কিশোরদের কাছে পৌঁছে ফিরে আসতে ডাইভারদের প্রায় ১১ ঘন্টা সময় লেগেছিল।
গত ২৩ জুন অনুশীলনের পর পিকনিকে গিয়ে এই গুহায় আটকে পড়েন ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ।