• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    সেমির আগে চাকরি গেল ক্রোয়েশিয়ার সহকারী কোচের

    সেমির আগে চাকরি গেল ক্রোয়েশিয়ার সহকারী কোচের    

     

     

    রাশিয়ার বিপক্ষে জয়ের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করেছিলেন দলের ডিফেন্ডার ডমাগোজ ভিদার সাথে। ক্রোয়েশিয়ার সহকারী কোচ ওনযান ভুকোয়েভিচের সেই ভিডিওই যে কাল হয়ে দাঁড়াবে তার জন্য, সেটা হয়ত সেদিন ভাবেননি। ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে সেই ভিডিও পোস্ট করার দায়ে সেমিফাইনালের মাত্র একদিন আগে বরখাস্ত করা হয়েছে ভুকোয়েভিচকে। তবে ভুকোয়েভিচ বরখাস্ত হলেও কোনও শাস্তি পাচ্ছেন না ভিদা।

    ফিশট স্টেডিয়ামে রাশিয়াকে হারানোর পর ড্রেসিংরুমে ‘গ্লোরি টু ইউক্রেন’ স্লোগানে ভিডিও পোস্ট করেছিলেন ভিদা ও ভুকোয়েভিচ। ভুকোয়েভিচ বলেছিলেন, এই জয় ডায়নামো কিয়েভ ও ইউক্রেনকেই উৎসর্গ করছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নানা সমালোচনা শুনতে হচ্ছে দুজনকে। দুজনেই শাস্তি পেতে পারেন, ধারণা করা হচ্ছিল এমনটাই।

     

     

    তবে ভিদা বেঁচে গেলেও বরখাস্ত হতে হলো ভুকোয়েভিচকে। ক্রোয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুকোয়েভিচ রাজনৈতিক মন্তব্য করাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা, ‘ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে ভুকোয়েভিচ আর দায়িত্ব পালন করবেন না। রাশিয়াতে দলের সাথে আর থাকছেন না তিনি। এছাড়া তার ওই ভিডিওর জন্য রাশিয়ার জনগণের কাছে ক্ষমা চাইছে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন। যদিও তারা দুজনই বলেছলেন যে এটা কোনো রাজনৈতিক মন্তব্য না, তাও বিশ্বকাপের মতো মঞ্চে এরকম মন্তব্যের কোনো জায়গা নেই।’

     

    শুধু বরখাস্তই হচ্ছেন না ভুকোয়েভিচ, ভিদাসহ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানিও হবে ফিফার পক্ষ থেকে। সেখানে তিনি ও ভিদা কী শাস্তি পান সেটা জানা যাবে দ্রুতই।