'কেইনদের বিশ্বকাপ জয় ছাপিয়ে যাবে ১৯৬৬ সালের সাফল্যকেও'
ছবি-ইএসপিএন
২৮ বছর পর সেমিফাইনালে উঠেছে তারা। ‘ইটস কামিং হোম’ স্লোগানে ইংল্যান্ডের চোখেমুখে এখন ৫২ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট মনে করেন, হ্যারি কেইনরা যদি এবার রাশিয়া বিশ্বকাপ জেতে, তাহলে সেটা ছাড়িয়ে যাবে ১৯৬৬ সালের সেই সাফল্যকেও।
ববি চার্লটনের সেই ইংল্যান্ড দল একমাত্র বিশ্বকাপ জিতেছিলন ১৯৬৬ সালে। এরপর আর সাফল্যের মুখ দেখেনি কোনো ইংলিশ দলই। ল্যাম্পার্ড-জেরার্ড-বেকহামদের নিয়ে গড়া সোনালি প্রজন্মও করে দেখাতে পারেনি কিছুই। এবার কেইন-র্যাশফোর্ড-স্টারলিংদের নিয়ে আশায় বুক বেঁধেছে ইংলিশ সমর্থকরা। দারুণ পারফর্ম করে সেমিতেও পৌঁছে গেছে ইংল্যান্ড। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে তারা।
সাউথগেট বলছেন, রাশিয়াতে বিশ্বকাপ জিতলে সেটা ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের সেরা সাফল্য হবে, ‘১৯৬৬ সালের সেই দল নিয়ে আজও আলোচনা হয়। সেই দলটা ছিল স্বপ্নের মতো, তাদের সাফল্যের ধারেকাছেও কেউ যেতে পারেনি এখনো। আজও তারা ইংল্যান্ডের সবার কাছে আদর্শ। তাদের পরে যত ইংল্যান্ড দল বিশ্বকাপে গেছে, সবাই তাদের সাফল্যকে ছোঁয়ার চেষ্টা করেছে। যত ভালো দল নিয়েই যাক না কেনও, কখনোই সেটা সম্ভব হয়নি। তবে এই ইংল্যান্ড দলটা একটু অন্যরকম আত্মবিশ্বাসী। তারা যদি বিশ্বকাপ জিতেই ফেলে, তাহলে সেটা ৫২ বছর আগের সাফল্যকেও ছাড়িয়ে যাবে।’
আগামীকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামবে ইংল্যান্ড।