• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    এই বিশ্বকাপে বেলজিয়ামই সবচেয়ে ‘পূর্ণাঙ্গ’ দল: লরিস

    এই বিশ্বকাপে বেলজিয়ামই সবচেয়ে ‘পূর্ণাঙ্গ’ দল: লরিস    

    এই দলটাকে বলা হয় বেলজিয়ামের 'সোনালি প্রজন্ম'। বিশ্বকাপের শুরু থেকে তাদের থেকে প্রত্যাশাও ছিল তেমনটাই। সমর্থকদের অবশ্য হতাশ করেননি হ্যাজার্ড-লুকাকুরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা বেলজিয়াম কোয়ার্টারে বিদায় করেছে ফেভারিট ব্রাজিলকে। আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। ফ্রান্স অধিনায়ক হুগো লরিস বলছেন, এই বিশ্বকাপে বেলজিয়ামই সবচেয়ে ‘পূর্ণাঙ্গ’ দল। 

    বেলজিয়াম যে ফুটবল খেলছেন, সেটাকে আটকে ফাইনালে যাওয়া কঠিন কাজ বলেই স্বীকার করলেন ফ্রান্স গোলরক্ষক, ‘এই টুর্নামেন্টে তাদের দলটাই পূর্ণাঙ্গ, এতে কোনও সন্দেহই নেই। সবকিছু মিলিয়ে তারা যে ফুটবল খেলেছে, সেটাকে ছাপিয়ে যাওয়া খুব কঠিন। তারা জানে কীভাবে রক্ষণ সামলাতে হয়, তাদের পাল্টা আক্রমণ তো এক কথায় অসাধারণ।’

    লুকাকু-হ্যাজার্ডদের হারিয়ে ফাইনালে যেতে বিশেষ কিছু করে দেখাতে হবে ফ্রান্সকে, মানছেন লরিস, ‘এই দলটা আসলেই তাদের সোনালি প্রজন্ম। তাদের হারাতে হলে আমাকে সেরা খেলাটা খেলতে হবে। পুরো ৯০ মিনিটজুড়েই নিজেদের সেরা খেলাটা ধরে রাখার চেষ্টা থাকবে। আমরা এই টুর্নামেন্টের সেরা আক্রমণভাগের বিপক্ষে খেলবো, রক্ষণের দিকে তাই বিশেষ মনোযোগ রাখতে হবে। তাদের ফরোয়ার্ডদের জায়গা করতে দেওয়া যাবে না একদমই।’

     

     

    জাপানের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছে বেলজিয়াম। কোয়ার্টারে ব্রাজিলকে হারানো বেলজিয়াম সেমিতে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে বলেই জানা লরিস, ‘জাপানের বিপক্ষে ওই ম্যাচটা তো অবিশ্বাস্যভাবে শেষ হয়েছে। তারপর তারা ব্রাজিলকেও হারাল, যারা টুর্নামেন্টের ফেভারিট ছিল। এরকম দুটি জয়ের পর তাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।’

     

    আজ রাত ১২টায় লড়বে বেলজিয়াম-ফ্রান্স।