• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    সাম্পাওলির ঘাড়ে অনূর্ধ্ব-২০ দলের 'পরীক্ষা'

    সাম্পাওলির ঘাড়ে অনূর্ধ্ব-২০ দলের 'পরীক্ষা'    

    ছবি-রয়টার্স

     

    বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই বাদ গেছে তার দল। ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছে, বরখাস্ত হতে পারেন কোচ হোর্হে সাম্পাওলি। তবে নিজের চাকরি বাঁচানোর আরেকটা সুযোগ পাচ্ছেন তিনি। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, সেখানে সফল হতে পারলেই বহাল থাকবেন জাতীয় দলের কোচের পদে।

    বাছাইপর্বের একদম শেষ ম্যাচে গিয়ে নিশ্চিত করতে হয়েছিল মূল পর্বে খেলা। বিশ্বকাপেও আশানরূপ ফলাফল করতে পারেনি সাম্পাওলির আর্জেন্টিনা। এমনকি দল নির্বাচনেও নিজের ক্ষমতা হারিয়েছিলেন সাম্পাওলি। কোনোমতে গ্রুপ পর্ব পেরোলেও দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়তে হয় মেসিদের। এই বিদায়ে শঙ্কায় পড়েছিল সাম্পাওলির চাকরিও।

     

     

    স্পেনের ভ্যালেন্সিয়াতে অনুষ্ঠিত কোটিফ লাকুদিয়া টুর্নামেন্টে অংশ নেবে আর্জেন্টিনা যুব দল। ২৮ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আর্জেন্টিনা দলের কোচের দায়িত্বে থাকার কথা ছিল সাম্পাওলির সহকারী সেবাস্তিয়ান বেকাচের। তবে তিনি দায়িত্ব ছাড়ায় কোচের পদ খালি হয় অনূর্ধ্ব-২০ দলের।

    আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাই চাইছে, নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ দেওয়া হোক সাম্পাওলিকে, ‘জুলাই মাসের শেষে কিংবা আগস্টের শুরুতে সাম্পাওলির চাকরির মেয়াদ নিয়ে কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে তিনি নিজেকে যুব দলের কোচ হিসেবে প্রমাণের সুযোগ পাবেন।’

    আর্জেন্টিনার সাথে সাম্পাওলির চুক্তি ২০১৯ সালের কোপা আমেরিকা পর্যন্ত। এর আগে তাকে বরখাস্ত করলে সাম্পাওলিকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের দিতে হবে ৮ মিলিয়ন ডলারেরও বেশি।