• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    রাশিয়ায় যখন 'অহিংসার বাণী'

    রাশিয়ায় যখন 'অহিংসার বাণী'    

    গত বিশ্বকাপে লুইস সুয়ারেজের কামড়, অ্যালেক্স সংয়ের অদ্ভুত ফাউল, ২০০৬ এ জিদানের ঢুস- বিশ্বকাপে খেলোয়াড়দের লাল কার্ড দেখার কতো না উপায় আছে! ম্যাচগুলো যেহেতু উত্তাপ ছড়ায় তাই গুরুতর ফাউলও দেখা যায় নিয়মিত। কিন্তু এবারের বিশ্বকাপ যেন সবকিছুর দিক দিয়েই আলাদা। খেলার দিক দিয়ে তো বটেই, লাল কার্ড দেখার বেলায়েও প্রচন্ড অনীহা ফুটবলারদের। পরিসংখ্যান বলছে দুই পায়ের চ্যালেঞ্জ, পেছন থেকে স্লাইড অথবা কনুই মেরে বসা- এসব অপরাধ করে এখনও ৬০ ম্যাচ পরে সরাসরি লাল কার্ড দেখেননি কোনো খেলোয়াড়। 

     

     

    এখন পর্যন্ত বিশ্বকাপে রেফারিরা লাল কার্ডে দেখিয়েছেন ৪ বার। প্রথম লাল কার্ডটা হয়েছিল বিশ্বকাপের ১৫ তম ম্যাচে। সেটাও হ্যান্ডবলের জন্য। গুরুতর ফাউলের অপরাধে এখনও কেউ লাল কার্ড দেখেননি। সেই হিসেবে পরিস্কার এক বিশ্বকাপই হচ্ছে। অথচ গেল বিশ্বকাপেও এই সংখ্যাটা