• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ক্রোয়েশিয়ার জার্সি পরে ইউক্রেনের সংসদে!

    ক্রোয়েশিয়ার জার্সি পরে ইউক্রেনের সংসদে!    




    রাশিয়াকে হারানোর পর ক্রোয়েশিয়ায় লেগেছে উৎসব। ২০ বছর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আনন্দে মাতাটাই স্বাভাবিক। কিন্তু সেই উৎসবকেও যেন ছাড়িয়ে গেছে ইউক্রেনিয়ানদের আনন্দ। রাশিয়ার সঙ্গে রাজনৈতিক ঝামেলাটা তাদের পুরনো। ফুটবল মাঠে ক্রোয়াটরা তাদের বিদায় করেছে, সেটাকেই নিজেদের জয় হিসেবে দেখছে ইউক্রেনিয়ানরা। সাধারণ মানুষ থেকে সেই আঁচ পড়েছে ইউক্রেনের সংসদেও। 

    ইউক্রেন ফুটবল ফেডারেশনের প্রধান ও আইন প্রণেতা আন্দ্রে পাভেলকো মঙ্গলবার সংসদে ঢুকেছেন ক্রোয়েশিয়ার জার্সি পরে। এরপর সবার সামনে দুই হাত উঁচু করে তুলে ধরেছেন একটা মাফলার। তাতে লেখা 'ক্রোয়েশিয়া'। পরে সংসদ থেকেই ঘোষণা দেওয়া হয়েছে, অগনেন ভুকোয়েভিচকে ক্ষতিপূরণও প্রদান করা হবে ইউক্রেনের সরকারের পক্ষ থেকে।  

     

     

     

    রাশিয়াকে হারানোর পর ক্রোয়েশিয়ার সহকারী কোচ একটা ভিডিও পোস্ট করেছিলেন। সেই বার্তায় তিনি বলেছিলেন "গ্লোরি টু ইউক্রেন"। ইউক্রেনে রাশিয়া বিরোধী স্লোগান হিসেবে যেটা ব্যবহার হয়ে আসছে অনেকদিন ধরেই। ভুকোয়েভিচ ক্যারিয়ারের বড় অংশ কাটিয়েছেন ডায়নামো কিয়েভের, এখনও ওই ক্লাবের স্কাউট হিসেবে কাজ করেন তিনি। বিশ্বকাপে ছিলেন রাশিয়ার সহকারি কোচ। রাজনৈতিক স্লোগান দিয়ে সেমিফাইনালের আগে কোচের পদ থেকে বরখাস্ত হয়েছে ভুকোয়েভিচ। তাকেই সম্মানিত করছে ইউক্রেন। ক্ষতিপূরণের টাকা পুরোটাই দেবে তারা।