• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ফাইনালে খেলার ব্যাপারে স্বপ্নেও ভাবেননি এমবাপ্পে

    ফাইনালে খেলার ব্যাপারে স্বপ্নেও ভাবেননি এমবাপ্পে    

    ছবি-ডেইলি এক্সপ্রেস 

    শেষবার যখন ফাইনাল খেলেছিল ফ্রান্স, মাত্র ৮ বছরের শিশু ছিলেন তিনি। সেই কিলিয়ান এমবাপ্পেই নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসে এবার ফ্রান্সের হয়ে খেলবেন ফাইনালে। বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ফ্রান্স। এমবাপ্পে বলছেন, তিনি ফাইনাল খেলার ব্যাপারে কল্পনাতেও ভাবেননি!

    টুর্নামেন্টজুড়েই নিজের খেলার ছাপ রেখেছেন। এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সেই দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে বিদায় করেছিল ফ্রান্স। কোয়ার্টার ও সেমিতেও দারুণ খেলা উপহার দিয়েছেন এমবাপ্পে।

    নিজের প্রথম বিশ্বকাপেই ফাইনাল খেলবেন, সেটা কখনোই ভাবেননি এমবাপ্পে, ‘আমি তো স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে! আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আজীবন স্বপ্নই দেখছি, তবে এত দ্রুত এরকম কিছুই আশা করিনি। আর মাত্র একটা ধাপ বাকি। অবশ্য এখন পর্যন্ত যা অর্জন করেছি, সেটা নিয়েই আমরা সবাই গর্বিত।’

     

     

    পিএসজির হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর বিশ্বকাপেও এমন পারফরম্যান্স। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেছিলেন, এবারের ব্যালন ডি অরের অন্যতম দাবিদার থাকবেন এমবাপ্পেই। তবে এমবাপ্পে এখনই ব্যালন নিয়ে ভাবছেন না, ‘আমি বিশ্বকাপ জিততে চাই, ব্যলান ডি অর নিয়ে আসলে মাথা ঘামাচ্ছি না। আমি পরিশ্রম করে যাবো ফ্রান্সের জন্য। মাঠে না হলেও মাঠের বাইরে থেকেও সেটা করব। সবার লক্ষ্য এখন মস্কোর ফাইনালে ভালো ফলাফল বের করে আনা।’

     

    ১৫ জুলাই ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে হবে, সেটা জানা যাবে আজ রাতেই।