• লা লিগা
  • " />

     

    যে ভালোবাসা রিয়ালে পেয়েছি তা কখনোই ভুলব না: রোনালদো

    যে ভালোবাসা রিয়ালে পেয়েছি তা কখনোই ভুলব না: রোনালদো    

     

    অবশেষে গুঞ্জনটাই সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদের সাথে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসেই পাড়ি জমালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিদায়বেলায় রিয়ালের উদ্দেশ্যে লিখেছেন লম্বা এক চিঠি। রোনালদো বলছেন, যে ভালোবাসা রিয়ালে পেয়েছেন, তা আজীবন ভুলতে পারবেন না।

    ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে এসেছিলেন রোনালদো। এবারের চ্যাম্পিয়নস লিগ জেতার পরেই আভাস দিয়েছেন, সামনের মৌসুমে রিয়ালের হয়ে আর নাও খেলতে পারেন তিনি। ১১৮ মিলিয়ন ইউরোতে কাল জুভেন্টাসের সাথে চুক্তিটা পাকাপাকি হয়েছে। রোনালদো বলছেন, রিয়ালে কাটানো এই কয়েকটি বছর তার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল, ‘রিয়ালে কাটানো এই কয়েকটি বছর হয়ত আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত ছিল। এই শহর ও ক্লাবের জন্য আমার অনুভূতিটা একটু অন্যরকম। আমি শুধু তাদের ধন্যবাদই জানাতে পারি।’

    জুভেন্টাসে নিজের ক্যারিয়ারের নতুন দিগন্তের সূচনা হবে বলেই বিশ্বাস সিআর সেভেনের, ‘আমার বিশ্বাস ক্যারিয়ারের এই মুহূর্তে নতুন এক পর্যায়ে পদার্পণ করার সময় এসেছে। এজন্যই আমি রিয়ালকে বলেছিলাম আমাকে বিক্রি করার ব্যাপারে। আমি এই ব্যাপারটা সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। ৯টা বছর দুর্দান্ত কেটেছে, সময়টা কঠিনও ছিল অবশ্য। রিয়াল মাদ্রিদ অন্য উচ্চতার একটি ক্লাব, তাদের এখানে যে অসাধারণ ফুটবলের সঙ্গী হয়েছিলাম, সেটা কখনোই ভুলব না।’

     

     

    বিদায় বলার আগে রিয়ালের হয়ে রেখে গেছেন অসংখ্য রেকর্ড। সেই রেকর্ডের স্মৃতি আজীবন ধরে রাখতে চান রোনালদো, ‘আমার কিছু অসাধারণ সতীর্থ ছিল। আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন লিগ জিতেছি, ৫ বছরে ৪ টি চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলেছি। ব্যক্তিগত সাফল্যও এসেছে, ৪টি গোল্ডেন বল ও ৩ বার গোল্ডেন বুট জিতেছি। রিয়াল আমার ও আমার পরিবারের হৃদয় জয় করে নিয়েছে। আমি ক্লাবের প্রেসিডেন্ট, কর্মকর্তা, সতীর্থ, ডাক্তার ও স্টেডিয়ামের সব কর্মীকে ধন্যবাদ জানাতে চাই।’

    রোনালদো সবচেয়ে বেশি মিস করবেন রিয়ালের সমর্থক ও লা লিগায় নিজের প্রতিপক্ষ ফুটবলারদের, ‘স্প্যানিশ ফুটবল ও রিয়ালের ভক্তদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই। এই ৯ বছরে আমার প্রতিপক্ষ ছিল দুর্দান্ত কিছু ফুটবলার। তাদের জন্য আমার সম্মান আজীবন থাকবে। এখন আমার জীবনের নতুন যাত্রা শুরু হচ্ছে। আমি রিয়ালের জার্সি, বার্নাব্যু ছেড়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এটা চিরকাল আমার আপন থাকবে। ৯ বছর আগে স্টেডিয়ামে প্রথমবার ঢুকে যা বলছিলাম, আজ সেটা বলেই শেষ করব, ‘হালা মাদ্রিদ!’