ফ্রান্সকে অফুটবলীয় বললেন কোর্তোয়া
ব্রাজিলের দুর্দান্ত রক্ষণভাগ তাদের আটকাতে পারেনি। লুকাকু-হ্যাজার্ড-ডি ব্রুইনদের অবশ্য আটকে দিয়েছে ফ্রান্সের ডিফেন্ডাররা। দারুণ রক্ষণকৌশল দেখিয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে দিদিয়ের দেশমের দল। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া ফ্রান্সের রক্ষণাত্মক ফুটবল নিয়ে খানিকটা বিরক্ত। তার মতে, বেলজিয়াম বাদ পড়ায় ফুটবলেরই ক্ষতি হয়েছে। ফ্রান্সের অফুটবলীয় খেলা মোটেই পছন্দ হয়নি কোর্তোয়া।
"কর্নার থেকে হেড দেওয়া আর রক্ষণ করা ছাড়া কিছুই করল না। এর চেয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হারলেই ভালো হত। তারা অন্তত ফুটবল খেলতে চেয়েছে। ফ্রান্সের খেলা অফুটবলীয়।"- ম্যাচের পর বলেছেন কোর্তোয়া।
রক্ষণাত্মক ফুটবলে বিরক্ত হলেও ফ্রান্স তাদের শক্তি দেখিয়েই ফাইনালে উঠেছে বলে স্বীকার করছেন কোর্তোয়া, ‘প্রত্যেক দলেরই নিজস্ব শক্তি থাকে। আমাদের শক্তি হচ্ছে আক্রমণাত্মক ফুটবল খেলা, তাদের শক্তি রক্ষণাত্মক ফুটবল আর এমবাপ্পের পাল্টা আক্রমণ। তারা ভালোভাবেই জানত এরকম খেললে আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারব না। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তাদের অভিনন্দ ফাইনালে ওঠার জন্য।’
ইংল্যান্ড কিংবা ক্রোয়েশিয়া, ফাইনালে কাকে পাবে ফ্রান্স, সেটা জানা যাবে আজ রাতেই।