• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    থাইল্যান্ডের কিশোরদের জয় উৎসর্গ করলেন পগবা

    থাইল্যান্ডের কিশোরদের জয় উৎসর্গ করলেন পগবা    


     

    বেশ কয়েকদিন ধরেই থাইল্যান্ডের গুহাতে আটকে পড়া সেই ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে নিয়ে আলোচনার শেষ নেই সংবাদমাধ্যমে। শ্বাসরুদ্ধকর এক অভিযানের পর কাল জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৩ জনকেই। এই ঘটনা ছুঁয়ে গেছে রাশিয়া বিশ্বকাপকে অংশ নেওয়া ফুটবলারদেরও। সেমিফাইনালের পর ফ্রান্সের পল পগবা তাদের জয়কে উৎসর্গ করেছেন এই ১৩ জনের নামেই।

    প্রায় ১৮ দিন আটকে থাকার পর কাল প্রিয়জনদের কাছে এসেছেন ১৩জন। পগবা তাদের সাহসিকতায় রীতিমত মুগ্ধ, ‘আমাদের এই জয়টা ওই ১৩ জনকেই উৎসর্গ করছি। তারাই আজকের দিনের নায়ক। ওরকম পরিস্থিতিতেও যে তারা হার মানেনি, এটাই আসল ব্যাপার। তাদের জন্য অনেক শুভকামনা।’

     

     

    ফিফার পক্ষ থেকে ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচকে মস্কোর ফাইনাল দেখতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল কিছুদিন আগেই। তবে উদ্ধার হওয়ার পর তাদের শারীরিক অবস্থা ভালো না হওয়ায় হয়ত ১৫ জুলাইয়ের ফাইনালে উপস্থিত থাকতে পারবেন না তারা।