"ক্লান্ত থাকলেও ইংল্যান্ডকে ছেড়ে কথা বলবে না ক্রোয়েশিয়া"
পরপর দুই ম্যাচে ট্রাইবেকার। ক্রোয়েশিয়ার ওপর দিয়ে গত সপ্তাহে কী ঝক্কি গেছে, সেটা হয়ত সহজেই অনুমান করা যায়। ডেনমার্ক ও রাশিয়ার বিপক্ষে ম্যাচের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়াটরা। কোচ জ্লাতকো দালিচ বলছেন, সেমির আগে তার দল খুব বেশিই ক্লান্ত। তবে ক্লান্তিকে একপাশে রেখেই ইংলিশদের বিপক্ষে লড়বে ক্রোয়েশিয়া।
দ্বিতীয় রাউন্ডে ডেনমার্ক, কোয়ার্টারে রাশিয়া; নকআউট পর্বে ক্রোয়েশিয়ার দুই ম্যাচই গিয়েছে পেনাল্টি শুটআউটে। শ্বাসরুদ্ধকর ট্রাইবেকারে জিতলেও দুই ম্যাচে ১২০ মিনিট মাঠে থেকে মদ্রিচ-রাকিতিচরা এখন অনেকটাই ক্লান্ত।
ক্লান্তি থাকলেও সেটা ইংল্যান্ডের বিপক্ষে খেলার ধার কমাবে না ক্রোয়েশিয়া, জানালেন দালিচ, ‘বিশ্বকাপে আমাদের ৫ টি ম্যাচই খুব ছিল। বিশেষ করে শেষ দুটি ম্যাচের ধকল তো কাটিয়ে ওঠা কষ্টকর। ২০ বছর পর আমরা সেমিতে উঠেছি। এই আমচে আসলে ক্লান্তির কথা ভাবলে চলবে না। ট্রাইবেকারের ক্লান্তি সবার মাঝে থাকলেও সেটা একপাশে রেখেই মাঠে নামবে সবাই।’
ক্লান্তির সাথে ক্রোয়েশিয়ার কোচের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল গোলরক্ষক সুবাসিচের ইনজুরি। ডেনমার্কের বিপক্ষে তিনটি ও রাশিয়ার বিপক্ষে দুটি পেনাল্টি ঠেকিয়ে তিনিই দলকে নিয়ে এসেছেন এতদূর। রাশিয়ার বিপক্ষে যোগ করা সময়ে ইনজুরিতে পড়লেও খেলা চাইয়ে গেছেন। ম্যাচের পর গুঞ্জন উঠেছিল, হয়ত সেমিতে নাও খেলতে পারেন সুবাসিচ।
সেই শঙ্কা উড়িয়ে দিয়ে সুবাসিচ জানিয়েছেন, তিনি মাঠে নামতে প্রস্তুত, ‘রাশিয়ার বিপক্ষে ম্যাচের আগে থেকেই ব্যথা অনুভব করছিলাম। এই ব্যথা ম্যাচের সময় আবার এসেছিল, কিন্তু আমি খেলা চালিয়ে গেছি। সেমিতেও অবশ্যই খেলবো।’
রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া। এই ম্যাচের জয়ী দল ১৫ জুলাই বিশ্বকাপের ফাইনাল খেলবে ফ্রান্সের বিপক্ষে।