• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    ওয়েস্ট ইন্ডিজ যাওয়া অনিশ্চিত মাশরাফির

    ওয়েস্ট ইন্ডিজ যাওয়া অনিশ্চিত মাশরাফির    

    অনিশ্চিত হয়ে পড়েছে মাশরাফি বিন মুর্তজার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা। স্ত্রীর অসুস্থতার কারণে দলের সঙ্গে নাও যেতে পারেন তিনি। শুক্রবার ওয়ানডে স্কোয়াডের 'স্পেশালিস্ট'  ক্রিকেটাররা ঢাকা ছাড়বেন। অবশ্য নির্বাচকরা সেদিন পর্যন্ত মাশরাফির জন্য অপেক্ষা করতে চান। এমনকি সিরিজ শুরুর আগে স্ত্রীর অবস্থার উন্নতি হলেও দলের সঙ্গে যোগ দিতে পারেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

    “মাশরাফির ওয়ানডে সিরিজে সম্পৃক্ততা নিয়ে সংশয় আছে”, ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। “আমি গত রাতে তার সঙ্গে কথা বলেছি। তার স্ত্রী বেশ অসুস্থ। আমার মনে হয় না সে ওয়েস্ট ইন্ডিজ যেতে পারবে।” 

    ২২ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ, এর আগে বেশ একটা সময়ই আছে। এর মাঝেও মাশরাফির স্ত্রীর অবস্থার উন্নতি না হলে ওয়ানডেতেও অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। 

     

     

    এর আগে গত বছর ইংল্যান্ড সফর থেকেও দেশে ফিরেছিলেন মাশরাফি, একই কারণে। এরপর অবশ্য আবার যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। এই ওয়েস্ট ইন্ডিজেই শেষ টেস্টটি খেলেছিলেন মাশরাফি, ২০০৯ সালে। টি-টোয়েন্টি থেকেও অবসর নেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে কার্যত এখন একটি ফরম্যাটেই খেলেন তিনি। 

    ওদিকে অনুশীলনে চোট পেয়েছেন টেস্ট স্কোয়াডের পেসার শফিউল ইসলাম, দ্বিতীয় টেস্টে তাই খেলা হবে না তার। স্কোয়াডে তিনিসহ চার পেসার আছে বাংলাদেশের। প্রথম টেস্টে খেলেছিলেন রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও অভিষিক্ত আবু জায়েদ চৌধুরি। অ্যান্টিগার মতো জ্যামাইকাতেও তিন পেসার নিয়ে নামতে চাইলে তাই পরিবর্তনের সুযোগ নেই এখন বাংলাদেশের।