সানজামুলের চার, মুস্তাফিজের তিন, জয়াসুরিয়ার সেঞ্চুরি
৩য় আন-অফিশিয়াল টেস্ট, সিলেট
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস ১৬৭ অল-আউট (জাকির ৪২, সানজামুল ৪১, জয়াসুরিয়া ৩/৪৭, পুস্পকুমারা ৩/৪৮)
শ্রীলঙ্কা ‘এ’ ১ম ইনিংস ৩১২ অল-আউট (শিহান ১৪২, সানজামুল ৪/১০৪, মুস্তাফিজুর ৩/৪৪)
বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস ৫৭/১ (সৌম্য ২৪*, সাদমান ১৯, পুস্পকুমারা ১/২২)
বাংলাদেশ ‘এ’ ৮৮ রানে পিছিয়ে
শিহান জয়াসুরিয়ার সেঞ্চুরি ও আশান শাম্মুর ফিফটিতে প্রথম ইনিংসে ১৪৫ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা ‘এ’। দ্বিতীয় দিনশেষে বাংলাদেশ ‘এ’ পিছিয়ে আছে ৮৮ রানে।
আগের দিন জাকির হাসানের ৪২ ও সানজামুল ইসলামের ৪১ রানের ইনিংসের পর ১৬৭ রানেই অল-আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’। ৩ উইকেটে ৫৭ রানে দিন শেষ করেছিল শ্রীলঙ্কা ‘এ’, ৫৩ রানে অপরাজিত ছিলেন জয়াসুরিয়া।
মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ দেওয়ার আগে পূর্ণ করেছেন প্রথম শ্রেণিতে নবম সেঞ্চুরি। বেশ মারমুখি ছিলেন এই ডানহাতি, ১৪২ রান করতে খেলেছেন মাত্র ১৫৫ বল, ১৫ টি চারের সঙ্গে মেরেছেন ৪ টি ছয়। জয়াসুরিয়াকে ছাড়াও আরও দুইটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। আগেরদিনই নিয়েছিলেন আশান প্রিয়াঞ্জনের উইকেট, আর আজ ক্যাচ বানিয়েছেন চারিথ আসালাঙ্কাকেও। ১০৪ রানে ৪ উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম।
দ্বিতীয় ইনিংসে ১৯ রান করে ফিরেছেন সাদমান ইসলাম। ২৪ রানে অপরাজিত সৌম্য সরকারের সঙ্গী মিজানুর রহমানের রান ১৩।
এর আগের দুইটি আন-অফিশিয়াল টেস্টই ড্র হয়েছে।