• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    ফিল্ডিং উপদেষ্টা হলেন কুক

    ফিল্ডিং উপদেষ্টা হলেন কুক    

    বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং উপদেষ্টা হিসেবে দক্ষিণ আফ্রিকান কোচ রায়ান কুককে নিয়োগ করেছে বিসিবি। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে বিসিবির। শুক্রবারই দলের সঙ্গে জ্যামাইকায় যোগ দেবেন বলে জানানো হয়েছে। 

    বর্তমান কেপটাউনে গ্যারি কারস্টেন ক্রিকেট একাডেমির হেড কোচ ও হাই পারফরম্যান্স ডিরেক্টর কুক। কারস্টেন বিসিবির সঙ্গে উপদেষ্টা হিসেবে আছেন, প্রধান কোচ স্টিভ রোডসের নিয়োগের ব্যাপারেও সহায়তা করেছিলেন তিনি। 

     

     

    কুকের কোচিং অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়াতেও। বিগব্যাশ লিগের দল হোবার্ট হারিকেনের সহকারি কোচ তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সহকারি কোচ ছিলেন। ২০১৬ সালে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিক অনূর্ধ্ব-১৯ দলেরও সহকারি কোচ হিসেবে কাজ করেছিলেন।