নেইমারের কাছ থেকে আশা বেশি ছিল রোনালদোর
বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নসারথি ছিলেন তিনিই। পেলে, রোনালদোদের মতো ব্রাজিলিয়ানদের শিরোপা উপহার দেবেন নেইমার, এই আশায় বুক বেধেছিল সমর্থকরা। শেষ পর্যন্ত ব্রাজিলের সেই স্বপ্নকে ভেঙে দিয়েছে বেলজিয়াম। সাবেক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো বলছেন, রাশিয়াতে নেইমার যেভাবে খেলেছে, তার চেয়ে অনেক বেশি কিছুই আশা করেছিলেন তিনি।
ইনজুরি কাটিয়ে দলে ফিরে দুই প্রস্তুতি ম্যাচেই গোল পেয়েছিলেন নেইমার। ওই দুই ম্যাচের পর ব্রাজিলিয়ানদের আশা বেড়ে গিয়েছিল আরও কয়েকগুণ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে কিছু করে দেখাতে পারেননি। তবে কোস্টারিকার বিপক্ষে অন্তিম মুহূর্তে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন। গোল পেয়েছেন মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পাননি, বিদায় নিয়েছে ব্রাজিলও।
নেইমার এই বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি বলেই বিশ্বাস রোনালদোর, ‘সে দলের মূল তারকা, আমরা সবাই তার থেকে অনেক বেশিকিছু আশা করেছিলাম। আসলে সে নিজের পূর্ণ ফর্মে ছিল না, এটা কী পায়ের অস্ত্রোপচারের জন্যই হয়েছে কিনা জানি না। তার কাঁধে অনেক দায়িত্ব। সে এখনো অনেক তরুণ, সামনে তাকে আরও পরিপক্ব হতে হবে।’
এই বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ফাউলের শিকার হয়েছেন নেইমার। তবে তার ‘অভিনয়’ করা নিয়ে আছে বহু অভিযোগ। রোনালদো নেইমারের পাশে থাকলেও তাকে আরও বুদ্ধিমত্তার সাথে খেলতে বলেছেন, ‘তাকে যেভাবে ফাউল করা হয়, আমার সাথেও তেমনটাই হতো। নেইমারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যাঙ্গ করা হয়েছে। এসবের দিকে তাকালে চলবে না। আর তাকে ম্যাচের সময় আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। তাকে আরেকটু চালাক হতে হবে।’
রোনালদোর কথা শুনে কতটুক ‘পরিপক্ব’ হবেন নেইমার, সেটা সময়ই বলে দেবে।