"ফ্রান্সের বিপক্ষে 'প্রতিশোধের' কথা ভাবছে না ক্রোয়েশিয়া"
প্রতিপক্ষ যখন ফ্রান্স, ক্রোয়েশিয়ার সবার চোখে ভাসে সেই ম্যাচটাই। ডেভোর সুকারদের সোনালি প্রজন্মের হৃদয় ভেঙে ১৯৯৮ সালের সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল ফ্রান্স। এরপর পেরিয়ে গেছে ২০ বছর। বিশ্বকাপ আবারও মুখোমুখি করবে দুই দলকে, এবার সেটা হবে ফাইনালে। মস্কোর মহারণের আগে ক্রোয়েশিয়া কোচ ডালিচ বলছেন, প্রতিশোধ নয়, তাদের লক্ষ্য শুধু বিশ্বকাপটাই জেতা।
২০ বছর আগের সেমিতে সুকারের গোলে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। সেই লিড অবশ্য ধরে রাখতে পারেনি তারা। লিলিয়ান থুরামের জোড়া গোলে স্বপ্নভঙ্গ হয় সুকারদের। এর পরের ৪ বিশ্বকাপে কখনোই সেমিতে ওঠা হয়নি ক্রোয়েশিয়ার। ২০ বছর পর সেমিতে উঠে ইংল্যান্ডকে হারিয়ে তারা, পৌঁছে গেছে নিজেদের প্রথম বিশ্বকাপ ফাইনালে।
২০ বছর আগের সেই হার নিয়ে মাথা ঘামাতে চান না ডালিচ, ‘আমিও ফ্রান্সে খেলা দেখতে গিয়েছিলাম। ক্রোয়েশিয়ার কেউ ওই হার ভুলতে পারবে না। গত ২০ বছর ধরেই এটা নিয়ে আলোচনা হচ্ছে। সুকারের গোলের পর আমাদের উল্লাস ও থুরামের জোড়া গোলের পর আমাদের শোকের দৃশ্য এখনো ভুলতে পারিনি। তবে আমরা প্রতিশোধের কথা ভাবছি না একদমই। হার-জিত ফুটবলের অংশ। আমাদের শুধু জয়ের জন্য প্রস্তুতি নিতে হবে।’
টানা তিন ম্যাচে অতিরিক্ত সময়ে খেলেছে ক্রোয়েশিয়া। ক্লান্ত হলেও এটা দলের কাজে দিয়েছে বলেই মানছেন ডালিচ, ‘ইংল্যান্ডের বিপক্ষে সবাই যেভাবে খেলেছে, যে মানসিক ও শারীরিক শক্তি দেখিয়েছে, এক কথায় সেটা অসাধারণ। আমি তো বদলি করতে চেয়েছিলাম, কিন্তু সবাই বলেছে তারা খেলা চালিয়ে যেতে পারবে! অনেকে তো হালকা ইনজুরি নিয়েও খেলেছে, তারা সেটা কাউকে দেখাতে চায়নি। কেউ হার মানতে চায়নি।’
১৫ জুলাইয়ের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। মদ্রিচের দলের সামনে হাতছানি দিচ্ছে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জেতা।