বরখাস্ত হলেন কন্তে, চেলসিতে আসছেন সারি
সিদ্ধান্তটা অনুমিতই ছিল। চেলসি মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে সম্পর্কটা তিক্ত হয়ে গেছে বেশ আগেই, আন্তোনিও কন্তের বস্টামফোর্ড থেকে বিদায়টা ছিল সময়ের ব্যাপার। সেটাই হয়েছে, বরখাস্ত করা হয়েছে কন্তেকে, জানিয়েছে স্কাই স্পোর্টস। তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে নাপোলি থেকে মরিসিও সারির আসা এখন সময়ের ব্যাপার।
দুই মৌসুম আগে প্রিমিয়ার লিগে এসে প্রথম বারেই বাজিমাত করেছিলেন কন্তে, চেলসিকে এনে দিয়েছিলেন শিরোপা। গত মৌসুমটা ভালো কাটেনি, শীর্ষ চারে জায়গা করে নিতে না পেরে চেলসি নেই চ্যাম্পিয়নস লিগে। তবে এই ব্যর্থতার চেয়ে চেলসি মালিকের সঙ্গে সম্পর্কের অবনতিই মনে করা হচ্ছে বড় কারণ।
নাপোলির কোচ সারি খুব শিগগিরই দায়িত্ব নেওয়ার কথা চেলসির । সঙ্গে করে নিয়ে আসছেন নাপোলির ইতালিয়ান মিডফিল্ডার জর্গিনহো।