লভ্রেন : আমি বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার
ডেয়ান লভ্রেন অবশ্য দাবিটা করতেই পারেন, তার দাবির পেছনে যুক্তিও আছে। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছেন, এরপর বিশ্বকাপের ফাইনালেও তিনি। রক্ষণ দুর্গ না হলে তো ফাইনাল খেলা প্রায় অসম্ভব ব্যাপার। সেই দুর্গের গুরুত্বপুর্ণ অংশই ছিলেন লভ্রেন। ইংল্যান্ডকে হারানোর পর তাই নিজে থেকেই তাকে বলতে হলো, তিনি এখন বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার।
লভ্রেন নিন্দুকের জবাবটা দিয়েছেন ভালোমতোই। বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো ক্রয়েশিয়া।ইতিহাস গড়া দলে থাকতে পেরেও আনন্দিত তিনি। ফ্রান্সের বিপক্ষেও তাই জয়ের প্রত্যয় তার কণ্ঠে, "রবিবার আমাদের সামনে আরও ভালো কিছু করার আছে।" লভ্রেন সেটা করতে পারলে তো বিশ্বসেরা ডিফেন্ডারদের তালিকায় তিনি এমনিতেই ঢুকে পড়বেন!