ফাইনালে থাকছে আর্জেন্টিনাও
আর্জেন্টিনা বাদ পড়েছে দ্বিতীয় রাউন্ডেই। তবে লুঝনিকির ফাইনালে না থেকেও থাকছে আর্জেন্টিনা। ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনাল পরিচালনার দায়িত্বে থাকছেন আর্জেন্টাইন রেফারি নেস্তোর পিতানা।
রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও দায়িত্ব পালন করেছিলেন পিতানা। রাশিয়া-সৌদি আরব ম্যাচের পর আরও তিনটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। গ্রুপ পর্বের মেক্সিকো- সুইডেন, দ্বিতীয় রাউন্ডের ক্রোয়েশিয়া-ডেনমার্ক ও কোয়ার্টার ফাইনালের উরুগুয়ে-ফ্রান্স ম্যাচের দায়িত্বে ছিলেন পিতানা।
২০১০ সালে থেকে রেফারির দায়িত্ব পালন করছেন পিতানা। ২০১৪ বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন। নরবার্তো কোরেজার পর দ্বিতীয় আর্জেন্টাইন রেফারি হিসেবে দুই বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন পিতানা। ২০১৭ সালে রাশিয়াতে অনুষ্ঠিত কনফেডারেশনস কাপের জার্মানি-মেক্সিকো সেমিফাইনালেও তিনি রেফারির দায়িত্বে ছিলেন।