• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    ফাইনালে পারে না মোনাকোর গোলরক্ষক!

    ফাইনালে পারে না মোনাকোর গোলরক্ষক!    

    ফাবিয়ান বার্থেজ, মার্টিন স্টেকেলেনবার্গ, সার্জিও রোমেরো। এই তিনটা নামের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কোনো? একটু চিন্তা করলেই ধরতে পারবেন, এঁরা সবাই গত তিনটি বিশ্বকাপের ফাইনালে হেরেছেন। বার্থেজ ফ্রান্সের হয়ে, স্টেকেলেনবার্গ নেদারল্যান্ডসের আর রোমেরো আর্জেন্টিনার হয়ে। তবে এই তিন জনের আরও একটা মিল আছে, ক্রোয়েশিয়া গোলরক্ষক নিকোলা সুবাসিচের জন্য রোব বার ফ্রান্সের সাথে ফাইনালের আগে যা একটু অশনী সংকেতই।

     

     

    বার্থেজ, স্টেকেলেনবার্গ ও রোমেরো, তিন জনই কখনো না কখনো খেলেছেন। ১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত বার্থেজ খেলেছেন মোনাকোর হয়ে, তবে ২০০৬ বিশ্বকাপের সময় ছিলেন মার্শেইতে। স্টেকেলেনবার্গ আর রোমেরো অবশ্য মোনাকোতে আসলে স্থায়ীভাবে যোগই দেননি কখনো। স্টেকেলেনবার্গ ২০১০ বিশ্বকাপ ফাইনালে খেলার আরও চার বছর পরে ধারে গিয়েছিলেন মোনাকোতে। খেলেছিলেন একটা মাত্র ম্যাচ। আর রোমেরো ২০১৪ বিশ্বকাপ ফাইনালের আগে ধারে ছিলেন ফ্রান্সের এই ক্লাবে।

     

    সুবাসিচ অবশ্য মোনাকোতে বাকি তিন জনের চেয়ে বেশি সময় কাটিয়ে ফেলেছেন। ২০১২ থেকে হয়ে আছেন মোনাকো গোলপোস্টের ভরসা। এই তিন জনের সঙ্গে বড় অমিল হচ্ছে, কেউ ফাইনালে খেলার সময় মোনোকাতে পাকাপাকিভাবে ছিলেন না, যেটা সুবাসিচ আছেন। এবার নিশ্চয় সেই মোনাকো-গেরোটা কেটে ফেলতে চাইবেন ক্রোয়েশিয়ার হয়ে।